‘মধ্যবিত্তের জীবনে সরকারি হস্তক্ষেপ বন্ধ হবে’, নির্বাচনের আগে বড় চমক মোদীর, কী হতে চলেছে?

বাংলা হান্ট ডেস্ক : স্পেস থেকে সেমিকন্ডাক্টর, ডিজিটাল থেকে ড্রোন, এআই থেকে ক্লিন এনার্জি, বিশ্বদরবারে ভারত (India) আজ এক গুরুত্বপূর্ণ নাম। আর এবার দেশের মানুষের ভবিষ্যৎ ভেবে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) নিয়ে এসেছেন ‘ভারত টেক্স’ (Bharat Tex)। এইদিন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে তিনি মধ্যবিত্ত মানুষের জীবনে হস্তক্ষেপ করা থেকে সরকারকে বিরত করবেন।’

এইদিন টেক্সটাইল শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের নতুন বাজার খুঁজতে আউট অফ দ্যা বক্স চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘এই কাজটি সরকারের উপর ছেড়ে দেবেন না। এতে আপনার প্রচেষ্টা নষ্ট হবে। আমি মনে করি সরকারকে জনগণের জীবন থেকে দূরে রাখা উচিত। সরকার যেভাবে বিশেষ করে মধ্যবিত্তের জীবনে হস্তক্ষেপ করছে তার সাথে আমি একমত নই।’

প্রধানমন্ত্রীর সংযোজন, গত দশ বছরে তিনি সরকারকে মধ্যবিত্ত মানুষের জীবনে হস্তক্ষেপ করতে দেননি। এবং আগামী পাঁচ বছরেও যাতে পরিস্থিতি এরকমই থাকে সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। নরেন্দ্র মোদীর কথায়, ‘সরকারের উচিত দরিদ্রদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ে সহায়তা করা।’

আরও পড়ুন : বিজেপি নয় এবার নিজের তৃণমূলকেই দুষলেন মমতা! সায়নীকে নিয়ে দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর

 

some people have given supari to dent my image with support from few inside and outside india says pm modi

এখানেই শেষ নয়, টেক্সটাইল সেক্টরকে সব ধরণের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এই সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী ২০৪৭ সালের মধ্যে একটি বৈশ্বিক টেক্সটাইল পাওয়ার হাউস হিসাবে ভারতের অবস্থানকে পুনঃনিশ্চিত করবে এই সেক্টর।

আরও পড়ুন : স্বপ্নের পথে আরও একধাপ, ‘গগনযান’-র জন্য এই ৪ মহাকাশচারীকে বেছে নিল ভারত, ঘোষণার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কথায়, তিনি যখন ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন তখন টেক্সটাইল বাজারের মূল্য ৭ লক্ষ কোটি টাকার কম ছিল এবং এখন এটি ১২ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সুতো, ফ্যাব্রিক এবং পোশাক উৎপাদন ২৫% বৃদ্ধি পেয়েছে। গত ১০ বছরে এই খাতে বিদেশী বিনিয়োগও বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর