হাইভোল্টেজ ঝটকা খেলেন আম্বানি! BSNL-এর পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ সরকারের

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি Jio, Airtel, Vi-র মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বৃদ্ধি করেছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন গ্রাহকেরা। শুধু তাই নয়, অনেকে আবার ওই টেলিকম সংস্থাগুলির পরিবর্তে BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর সাথে যুক্ত হচ্ছেন। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার একটি চুক্তির মাধ্যমে মহানগর টেলিফোন নিগম লিমিটেডের (Mahanagar Telephone Nigam Limited, MTNL) কার্যক্রম BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর কাছে হস্তান্তর করার বিকল্প বিবেচনা করছে।

BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর জন্য বড় পদক্ষেপ সরকারের:

বিষয়টি সম্পর্কে জ্ঞাত এক সূত্র জানিয়েছে যে, সরকার সংযুক্তিকরণের পরিবর্তে এই বিকল্পটি বিবেচনা করছে। এক মাসের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রটি বলেছে যে, ঋণের সম্মুখীন হওয়া MTNL-এর কার্যক্রম BSNL-এর কাছে একটি চুক্তির মাধ্যমে হস্তান্তরের বিকল্প বিবেচনা করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার ফের BSNL-কে সম্পূর্ণরূপে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এমন পরিস্থিতিতে, MTNL-এর কার্যক্রম গ্রহণ করা হলে ইউজার বেস বৃদ্ধি করার ক্ষেত্রে সুবিধা মিলবে।

   

Government take big step for Bharat Sanchar Nigam Limited.

বিপুল অঙ্কের ঋণ রয়েছে MTNL-এর: সূত্র অনুযায়ী জানা গিয়েছে, MTNL-এর বিশাল ঋণের পরিপ্রেক্ষিতে, BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর সাথে সংযুক্তিকরণের বিষয়টি কোনও অনুকূল বিকল্প নয়। সিদ্ধান্ত নেওয়ার পর প্রস্তাবটি সচিবদের কমিটির সামনে রাখা হবে এবং এরপর মন্ত্রিসভা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: ক্রিকেট নিয়ে প্রতিক্রিয়া দিতেই সাইনার ওপর “চটলেন” KKR-এর এই প্লেয়ার, “রসিকতা” করে চাইলেন ক্ষমা

ক্রমবর্ধমান আর্থিক সঙ্কটের মধ্যে থাকা MTNL চলতি সপ্তাহে শেয়ার বাজারে একটি ফাইলিংয়ে বলেছিল যে, অপর্যাপ্ত ফান্ডের কারণে তারা কিছু বন্ডহোল্ডারকে সুদ দিতে অক্ষম। এই সুদ ২০ জুলাই ২০২৪ তারিখে দিতে হবে। MTNL, DoT (Department of Telecommunications), এবং বিকন ট্রাস্টিশিপ লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তি (TPA) অনুসারে, MTNL-কে নির্ধারিত তারিখের ১০ দিন আগে এসক্রো অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণের সাথে অর্ধবার্ষিক সুদ প্রদান করতে হবে।

আরও পড়ুন: মহাকাশে এবার “ভারতের বাড়ি”, ISRO করে দেখাল কামাল, নির্ধারণ হল স্পেস স্টেশনের জায়গা

MTNL দিল্লি এবং মুম্বাইতে টেলিকম পরিষেবা প্রদান করে: MTNL জানিয়েছে, TPA-র বিধানের পরিপ্রেক্ষিতে, এটি জানানো হয় যে অপর্যাপ্ত ফান্ডের কারণে, MTNL এসক্রো অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা করতে পারেনি। উল্লেখ্য যে, MTNL দিল্লি এবং মুম্বাইতে টেলিযোগাযোগ পরিষেবা প্রদান করে। অপরদিকে, BSNL (Bharat Sanchar Nigam Limited) দিল্লি এবং মুম্বাই ছাড়া সমগ্র ভারতে পরিষেবা প্রদান করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর