পাকিস্তানের মুখ দর্শনও না আর! আগামীকাল থেকেই সীমান্তে বড় পদক্ষেপ মোদী সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ধৈর্য্যের বাঁধ ভেঙে প্রথম আঘাত করেছিল পাকিস্তান। পহেলগাঁও হামলার জবাবেই প্রত্যাঘাত করেছিল ভারত (India-Pakistan)। তবে আপাতত সংঘর্ষ বিরতির জেরে সীমান্তে পরিস্থিতি অনেকটাই শান্ত। তবে সংঘর্ষ বিরতি মানেই যে অস্ত্র নামিয়ে রাখা তা নয়। পাকিস্তান সমঝোতা লঙ্ঘন করলেই উচিত জবাব দেবে ভারত (India-Pakistan), এমনটাই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এই আবহেই এবার সীমান্তে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

ভারত পাকিস্তান (India-Pakistan) সীমান্তে কাল থেকেই বড় পদক্ষেপ কেন্দ্রের

পহেলগাঁও হামলার পর থেকেই বন্ধ করা হয়েছিল আটারি-ওয়াঘা সীমান্ত। এবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, আগামীকাল থেকে আটারি ওয়াঘা সীমান্তে শুরু হতে চলেছে বিটিং রিট্রিট। তবে জানা যাচ্ছে, বেশকিছু পরিবর্তন আসতে চলেছে এই অনুষ্ঠানের তরফে।

Government took big decision about India-Pakistan border

থাকছে বেশ কিছু নতুন নিয়ম: বিএসএফ সূত্রে খবর, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, এখনই খোলা হচ্ছে না আটারি-ওয়াঘা সীমান্ত। রুদ্ধদ্বারের এপাশেই চলবে অনুষ্ঠান। তবে প্রতি রিট্রিটে দুই দেশের (India-Pakistan) সীমান্তরক্ষীদের মধ্যে করমর্দন এবং আকাশের দিকে উঁচিয়ে পা তোলা, এই দুটি বিষয় বরাবর আইকনিক করে রেখেছে এই অনুষ্ঠানকে। কিন্তু বিএসএফ সূত্রে খবর, এবার এই দুটির মধ্যে কোনোটিই হচ্ছে না।

আরো পড়ুন : রেড কার্পেটে কেলেঙ্কারির একশেষ! প্রথম ভারতীয় হিসেবে কানে লজ্জার নজির গড়লেন উর্বশী

এখনই খোলা হবে না সীমান্ত: পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের (India-Pakistan) সঙ্গে সম্পর্ক অনেকটাই বিষিয়ে গিয়েছে। এমতাবস্থায় তাই সীমান্তে দ্বার খোলা হবে না। জানা গিয়েছে, বিটিং রিট্রিটের সময় পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর সঙ্গে মুখোমুখি হবে না ভারতীয় সীমান্তরক্ষীরা। পাশাপাশি বিটিং রিট্রিটের সমস্ত প্রক্রিয়া হবে ভারতের দিকেই।

আরো পড়ুন : মুখ চুন ট্রাম্পের, আমেরিকার ‘দাদাগিরি’ ঘুচিয়ে দিয়ে ভারত-পাক সংঘর্ষ বিরতির সত্যতা জানালেন বিক্রম মিস্রি

বিটিং রিট্রিট ঘিরে আমজনতার উন্মাদনাও লক্ষ্য করা যায়। কিন্তু পহেলগাঁও হামলার পর আগামীকাল প্রথম বিটিং রিট্রিটে থাকার অনুমতি নেই সাধারণ মানুষের। আগামীকাল সংবাদ মাধ্যমের থাকার অনুমতি থাকলেও দুদিন পর থেকে আমজনতার থাকার অনুমতি থাকছে। প্রসঙ্গত জানা যাচ্ছে, আগামীকাল থেকে আটারি ওয়াঘা ছাড়াও পঞ্জাবের ফিরোজপুরে হুসেইনিওয়ালা সীমান্তেও বিধিনিষেধ মেনে শুরু হবে বিটিং রিট্রিট।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X