পকেটে রাখুন মাত্র ১০০০ টাকা! দুর্দান্ত ডিলাক্স মিলবে দার্জিলিংয়েই, মাথায় রাখুন এই লজগুলোর নাম

বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে কার না ভালো লাগে? তবে ঘুরতে যাওয়ার আগে আমাদের সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় খরচের বিষয়টি। একা হোক বা বন্ধু-আত্মীয়দের সাথে গ্রুপ ট্যুর, ঘুরতে যাওয়ার আগে হিসাব-নিকাশ করে নেওয়াটা অত্যন্ত জরুরী। বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন দার্জিলিং (Darjeeling)। দার্জিলিং ঘুরতে গেলে অনেকেই বিভিন্ন সরকারি হোটেলগুলিতে থাকার ব্যবস্থা করেন। এই সরকারি হোটেলগুলির মান যেমন ভালো, তেমনই খরচও সাধ্যের মধ্যে।

আজ আমরা দার্জিলিংয়ের এমন চারটি সরকারি হোটেল সম্পর্কে জানব।

কার্শিয়াং টুরিস্ট লজ : এই লজ তেনজিং নোরগে রোডে অবস্থিত। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশনের এই লজে রয়েছে কুড়িটি ঘর। অন্যান্য ভালো হোটেলের মতো সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এই লজে। আলমারি, ড্রেসিং টেবিল, পরিচ্ছন্ন বাথরুম রয়েছে এখানে। এই লজে প্রতিদিনের খরচ মাত্র ১৫০০ টাকা। লজের যোগাযোগ নম্বর ০৩৫৪২৩৪৪০৯।

আরোও পড়ুন : আইপিএল ফাইনালের আগেই বিপত্তি! হাসপাতালে ভর্তি শাহরুখ! হঠাৎ হল কী বলিউড বাদশার?

ডাফে মুনাল টুরিস্ট লজ : দার্জিলিংয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি খুব কাছে এই লজ থেকে। এখান থেকে খুব সহজেই যেতে পারবেন ঝান্ডি দরা সান রাইজ ভিউ পয়েন্ট, ইকোপার্ক, লাভা, ডাবলিং ভিউ পয়েন্ট, চারখোলা, রিশপ ইত্যাদি জায়গাগুলিতে। দুটি ঘর রয়েছে এই লজে। ডবল ডিলাক্স বেডরুম এই দুটি ঘরই। এখানে প্রতি রাতের ভাড়া ১৫০০ টাকা। এই লজের যোগাযোগ নম্বর ০৩৫৪২২৫৪৮৭৯।

আরোও পড়ুন : CNG অতীত! এবার মার্কেটে খেল দেখাবে Maruti’র নতুন EV, ফিচার্স দেখলে মাথা ঘুরে যাবে

জোরপোখারি টুরিস্ট লজ : এই লজ থেকে খুব কাছে টংলু, সান্দাকফু, ফালটু, চিত্রে, তিস্তা, দার্জিলিং টাইগার হিল, মিরিক, দুধিয়া। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এই লজ থেকেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক চূড়ার। এই লজে বড় বিছানা ও গিজার রয়েছে। ১০০০ টাকা থেকে ৪০০০ টাকা ভাড়া এই লজের।

20160607 141358 largejpg

ম্যাপেল ট্যুরিস্ট লজ : এই লজ অবস্থিত দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল এলাকায় এরিক বেঞ্জামিন রোডে। ৪ টি বেডের একটি রুম, ডবল বেড রুম, ডবল ডিলাক্স বেডরুম রয়েছে এখানে। ১৫০০ টাকা থেকে ভাড়া শুরু এই লজের। এই লজের যোগাযোগ নম্বর ০৩৫৪২২৫২৮১৩।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর