নিজের পছন্দমতো কিনুন স্মার্টফোন, টাকা দেবে রাজ্য সরকার! মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : সামনেই বিধানসভা নির্বাচন (Vidhan Sabha Election) । আর তার আগেই রাজ্যবাসীর জন্য সুখবর শোনালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী (Chief Minister) অশোক গেহলট (Ashok Gehlot)। জনসাধারণের ভোট পেতে মহিলাদের জন্য এক বিশেষ স্কিম নিয়ে হাজির হল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগে খুশি মহিলারা।

বিগত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মহিলাদের স্মার্টফোন (Smartphone) কেনার জন্য নগদ টাকা দেওয়া হবে সরকারের তরফে। যেমন কথা তেমন কাজ। আগস্ট মাস থেকেই মহিলারা কিনতে পারবেন স্মার্টফোন। নিজেদের পছন্দ মতন স্মার্টফোন কিনতে পারবেন রাজ্যের মহিলারা। টাকা দেবে সরকার।

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘রক্ষাবন্ধন’। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘সরকারের তরফ থেকে যদি এক ধরনের মোবাইল দেওয়া হয় তাহলে অনেকেরই সেটি পছন্দ নাও হতে পারে। আর সে কারণেই আমরা মহিলাদের নিজেদের পছন্দ মতন ফোন কেনার সুযোগ দিতে চাই। তবে এর জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে সরকারের তরফে’।

images 2023 06 16T123032.102

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বিনামূল্যে রাজ্যের মহিলাদের দেওয়া হবে স্মার্টফোন। তিন বছরের জন্য ফ্রিতে পাবেন ইন্টারনেট পরিষেবা। আর এবার তিনি জানিয়ে দিলেন চলতি বছরের অগাস্ট মাস থেকে শুরু হয়ে যাবে ‘রক্ষাবন্ধন’ প্রকল্পে টাকা দেওয়ার কাজ। সরকারের সেই টাকাতেই নিজেদের পছন্দের মতন ফোন কিনে নিতে পারবেন মহিলারা।

উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গে ছিল বিধানসভা নির্বাচন। জনসাধারণের ভোট পেতে নির্বাচনের আগে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, এই প্রকল্পের হাত ধরেই ভোট বৈতরণী পার করেছে রাজ্যের শাসক দল। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে রাজস্থান সরকার। জনসাধারণের মন পেতে ‘রক্ষাবন্ধন’ প্রকল্প চালু করছে সে রাজ্যের সরকার।

additiya

সম্পর্কিত খবর