সন্তান জন্ম দিলেই মিলবে ৮১,০০০ টাকা! ছাত্রীদের দেওয়া হল প্রস্তাব, শুরু হইচই

বাংলা হান্ট ডেস্ক: এখন থেকে আর টাকা রোজগারের জন্য কষ্ট করে অফিস ছুটতে হবে না। শুধু সন্তান জন্ম দিলেই পাবেন টাকা। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই, তবে অবাক লাগলেও এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার (Government)। তাও আবার এক দু’হাজার টাকা নয়। একেবারে মোটা অঙ্কের টাকা দেবে রাশিয়ার প্রশাসন। অবশ্যই জন্ম দিতে হবে সুস্থ সবল সন্তান। তবে এর জন্য বেঁধে দেওয়া হয়েছে বিশেষ কিছু শর্ত। যে শর্ত পূরণ করলেই পাবেন হাতে নাতে টাকা।

সন্তান জন্ম দিলে টাকা দেবে সরকার (Government):

পুতিনের দেশে এই অভিনব উদ্যোগের কথা প্রকাশ হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। সরকারের (Government) এমন উদ্যোগ দেখে স্বাভাবিকভাবে মাথায় হাত সকলের। একটি বিশিষ্ট গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার (Russia) অন্যতম শহর কারেলিয়া শহরে এমন প্রস্তাব জারি করেছে প্রশাসন। যদিও এর পিছনে রয়েছে বিশেষ একটি কারণ। মূলত, চিন এবং জাপান এই দেশগুলির মত জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিতেই রাশিয়া প্রশাসনের এমন অভিনব ভাবনা।

Government will pay money if give birth child

বিশেষ করে অল্প বয়সী অর্থাৎ ২৫ বছরের কম বয়সি ছাত্রীদের জন্য এমন প্রস্তাব দিচ্ছে রাশিয়ার সরকার (Government)। এতে করে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাবে, সেইসাথে ছেলেমেয়েদের সংসার ধর্মের প্রতি উৎসাহ বাড়বে। এই বিশিষ্ট প্রতিবেদনে আরো জানানো হয়েছে, এই প্রস্তাবের জন্যও বিশেষ কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। মূলত কারেলিয়া শহরের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রীরা এই সুযোগ পাবেন। এই প্রস্তাবে রাজি হলে রাশিয়ান মূল্য ১ লক্ষ রুবেল দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮১ হাজার টাকা। তবে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মেয়াদের ছাত্রী হতে হবে সেইসাথে কারেলিয়া বাসিন্দা হওয়া জরুরি।

আরও পড়ুনঃ একধাক্কায় বাড়বে ঠান্ডা! ভিজতে হবে বৃষ্টিতেও? রইল আগামীকালের আবহাওয়ার খবর

এই অভিনব উদ্যোগ সম্পর্কে বিস্তারিত: জানা গিয়েছে, একমাত্র সুস্থ সন্তান যারা জন্ম দিতে পারবেন তারাই এই প্রস্তাবের সুবিধা ভোগ করতে পারবেন। যারা সুস্থ সন্তানের জন্ম দেবেন না সেই সমস্ত মায়েরা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। তবে অবশ্য জন্ম দেওয়ার পরপর যদি সন্তানের মৃত্যু হয় সেক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে কিনা সেই নিয়ে স্পষ্ট কিছু জানায়নি প্রশাসন। কিন্তু জানা গিয়েছে, শুধু কারেলিয়াই নয়, রাশিয়ার আরও ১১ টি শহরে অল্পবয়সি মেয়েদের জন্য এই প্রস্তাব আনা হচ্ছে।

আরও পড়ুনঃ দেশের মধ্যে বাংলায় প্রথম! খুশি হয়ে ঝুলি উপুর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যদিও রাশিয়ায় এমন অভিনব প্রস্তাবের ধরন দেখে শুরু হয়েছে জোর জল্পনা। এমনকি সরকারের (Government) দূরদর্শিতার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এর আগে চিনে জনসংখ্যা বৃদ্ধির জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে লাভ এডুকেশন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিতে শোনা যায়। আর এবার রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধির জন্য এমন কাণ্ড। আসলে, সমীক্ষা বলছে বিগত কয়েক বছর গুলিতে রাশিয়ায় জন্মহার অনেক কমেছে। তাই নতুন করে জন্মহার বৃদ্ধির জন্য পুতিনের দেশে এমন উদ্যোগ।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর