ঈদের আগে সরকারি কর্মচারীদের জন্য কল্পতরু মমতা, হল বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ করোণা পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। এবার ঈদের আগেও উৎসবের অ্যাড হক বোনাস দেবে রাজ্য। এক্সগ্রাসিয়া দেওয়া হবে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও। স্বাভাবিকভাবেই রাজ্যের এই নির্ণয়ে খুশি মুসলিম কর্মীরা।বৃহস্পতিবার নবান্ন তরফে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, এবার ঈদেও রাজ্যের তরফে দেওয়া হবে অ্যাড হক বোনাস ও উৎসব অ্যাডভান্স।

সর্বোচ্চ ১২০০০ টাকা অবধি অ্যাড হক বোনাস পাবেন কর্মীরা। যাদের বেতন ৩৬ হাজার টাকার কম তারা বোনাস পাবেন ৪,৫০০ টাকা।অমুসলিম কর্মীদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। ৩১হাজার টাকার নিচে পেনশনভোগী কর্মীরা আড়াই হাজার টাকা পাবেন। ডিএ সহ ৩৬০০০ থেকে ৪৫০০০ টাকা অবধি বেতনভোগী কর্মীদের ক্ষেত্রে ১২০০০ টাকা অবধি অগ্রিম বেতন দেওয়া হবে। টাকা পরিশোধের জন্য ১০ মাস সময় পাবেন কর্মীরা। মুসলিম কর্মচারীরা ঈদের আগেই আবেদন করতে পারবেন।

অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র সরকারের তরফে আগেই উৎসব অ্যাডভান্স দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। বিশেষত করোনার কারণে বাজারের চাহিদা বজায় রাখতে মানুষের হাতে টাকা একান্ত দরকার। আর সেই কথা মাথায় রেখেই এবার কেন্দ্রের পথেই হাঁটলো রাজ্যের মমতা সরকার। তবে সরকারি কর্মচারীদের কাছে এই সিদ্ধান্ত যে অনেক খানি খুশি বয়ে আনবে এ নিয়ে কোন সন্দেহ নেই।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর