বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমাদের দেশে কার্বন নিঃসরণকে এক্কেবারে “শূন্যে” নামিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই লক্ষ্যেই এবার আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করল সরকার। মূলত, দেশকে দূষণহীন জ্বালানি নির্ভর অর্থনীতি হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুধু তাই নয়, প্রাকৃতিক গ্যাসের (Natural Gas) দাম নির্ধারণের ক্ষেত্রেও নিয়ে আসা হয়েছে বদল।
উল্লেখ্য যে, বর্তমান সময়ে দেশজুড়ে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধিতে সচেষ্ট হচ্ছে কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায়, প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত বিভিন্ন জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষেত্রে আসছে পরিবর্তন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই বদলের জেরে জ্বালানি হিসেবে ব্যবহৃত CNG এবং PNG-র দাম একলাফে ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
এই প্রসঙ্গে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এবার থেকে প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত সমস্ত জ্বালানির দাম নির্ধারিত হবে আমদানিকৃত অপরিশোধিত তেলের দামের পরিপ্রেক্ষিতে। এদিকে, এর আগের নিয়ম অনুযায়ী, প্রতি বছর দেশে দু’বার প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণ করা হত। তবে এবার থেকে প্রতি মাসেই ওই দাম পর্যালোচনা করে সংশোধন করা হবে বলেও জানা গিয়েছে।
এমতাবস্থায়, কেন্দ্রের এহেন সিদ্ধান্তের জেরে জ্বালানির দাম কতটা কমতে পারে সেই প্রসঙ্গেও তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, মুম্বইতে CNG-র দাম প্রতি কেজিতে ৮ টাকা কমে গিয়ে ৭৯ টাকা হতে পারে। পাশাপাশি হাজার ঘন মিটার PNG-র মূল্য ৫ টাকা কমে গিয়ে ৪৯ টাকা হতে পারে। এদিকে, দিল্লিতে প্রতি কেজি CNG-র দাম ৭৯.৫৬ টাকা থেমে কমে হতে পারে ৭৩.৫৯ টাকা। পাশাপাশি, PNG-র দাম ৫৩.৫৯ টাকা থেকে কমে হতে পারে ৪৭.৫৯ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আগের ফর্মুলা অনুযায়ী বিশ্বের চারটি গ্যাস ট্রেডিং হাবের গত এক বছরের মূল্যের গড়ের পরিপ্রেক্ষিতে দেশে প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণ করা হত। তবে, এবার সরকার দাবি করেছে যে নতুন এই ফর্মুলা কার্যকর হলে অনেকটাই সস্তা হবে PNG ও CNG। যার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি, সার প্রস্তুতকারী সংস্থাগুলিও সস্তায় গ্যাস পেয়ে যাবে।
এই প্রসঙ্গে জ্বালানিমন্ত্রী হরদীপ পুরী টুইট করে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ঘরোয়া গ্যাসের সংশোধিত মূল্য নির্দেশিকা অনুমোদন করেছে। এর মাধ্যমে দেশে গ্যাসের দামের ওপর আন্তর্জাতিক গ্যাসের দামের প্রভাব হ্রাস পাবে। যার ফলে উপভোক্তাদের স্বার্থ রক্ষা হয়েছে।”