বাংলা হান্ট ডেস্ক : যদিও রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা থাকে না। এমনিতেই রাজ্যের কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা নিয়ে বার বার রাজ্যের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে রাজ্যপালকে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সরাসরি মুখ্যমন্ত্রীকও তোপ দাগতে ছাড়েননি স্বয়ং রাজ্যপাল। এমনকি রাজ্যের বিভিন্ন বিল পাশ নিয়ে যখন রাজ্যপালের বিলম্বের কথা বলা হয়েছিল তখনও তিনি চাঁচাছোলা ভাষায় রাজ্যকে আক্রমন করেছিলেন। এমনকি বৃহস্পতিবার বিধানসভায় গেলে তাঁকে নাকি অভ্যর্থনা জানানো হয়নি, এমনটাও বলেছেন রাজ্যপাল।
তবে সেই ঘন্টার রেশ কাটতে না কাটতেই এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলচনায় বসতে রাজী হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার বিআর আম্বেদকেরর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সস্ত্রীক বিধানসভায় আসেন রাজ্যপাল। বিধানসভায় ঢোকার মুখেই সাংবাদিকদের মুখেমুখি হয়ে রাজ্যপাল স্পিকারের নিয়ে মন্তব্য করেন, তিনি বলেন, “স্পিকার আমাকে কোনো নির্দেশ দেননি। দিতেও পারেন না। আমি বৃহস্পতিবার এসেছিলাম। বি আর আম্বেদকরকে সম্মান জানানোর জন্য শুক্রবার আবার এসেছি।”
এরপর সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে আলচনায় বসতে রাজী আছেন বলে জানান তিনি। এমনকি মুখ্যমন্ত্রী যেখানে চানা তিনি সেখানেই আলচনায় বসতে রাজী বলেও জানান। উল্ল্খ্য, বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভায় গেলে তাঁকে অভ্যর্থনা জানাতে কেউ এগিয়ে আসেনি বলে শোনা যায়্। এমনকি বিধানসভায় উপস্থিত হয়ে বন্ধ দরজা দেখে রীতিমতো ক্ষিপতও হয়ে ওঠেন।
তাই বিধানসভার অধিবেশন বন্ধ মানে স্থগিত নয়, এমন মন্তব্য় করেন তিনি। পাশাপাশি তাঁর দায়িত্ব সংবিধান রক্ষা করে এবং তাঁকে অপমান করা হচ্ছে বলেও মত প্রকাশ করেন রাজ্যপাল। আসলে রাজ্য পালের কাছে গনপিটুনি বিরোধী সহ তফশিলী জাতি ও উপজাতিদের নিয়ে যে বিল পাঠানো হয়েছে তা অনুমোদন না পাওয়ায় বুধ ও বৃহস্পতিবার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়।