‘মহিলারা সম্মানিত হলে দেবতারা আনন্দিত হন’, মমতা ডি লিট পাওয়ায় বললেন রাজ্যপাল

বাংলা হান্ট ডেস্কঃ আজ ফের ডি লিট (D. Litt.) পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে তাকে এই সম্মান প্রদান হল। এদিনের মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দিলেন বাংলার নয়া রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেখানেই রাজ্যপাল বলেন, ‘মহিলারা সম্মানিত হলে, দেবতারা আনন্দিত হন।’

এদিন রাজ্যপাল নিজের রাখা বক্তৃতায় বলেন, ‘মুখ্যমন্ত্রী রাজনীতির জন্য এই সম্মান পাচ্ছেন না। তিনি পাচ্ছেন তার সাহিত্য, কবিতা, ছবির জন্য।’ সেইসঙ্গে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সন্মান জানানোর পাশাপাশি দেশবিদেশের রাজনীতিক, যারা রাজনীতির পাশাপাশি সাহিত্য ক্ষেত্রেও নিজেদের অসামান্য অবদান রেখেছেন তাদের কথাও উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি তরফে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট ডিগ্রি দেওয়ার কথা ঘোষণা করা হয় এরপর মুখ্যমন্ত্রীর দফতর তরফে সাড়া পাওয়ার পর থেকেই তোড়জোড় শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডি লিট দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে।

mamata, cv bose

ডি লিট সম্মান গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘এই সম্মান আমি বাংলার মানুষের জন্য উৎসর্গ করলাম।’ সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাদার টেরেসাকে সম্মান জানাতে একটি চেয়ার রাখার কথাও জানান মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে নিজের সাংবিধানিক বন্ধু বলে সম্বোধন করেছেন রাজ্যপাল সিভি বসু।

উল্লেখ্য, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যের প্রশাসনিক প্রধানের এহেন সম্পর্কে অভিহিত সকলে। এদিন মুখ্যমন্ত্রী ডিলিট উপাধি পাওয়ায় যে বেজায় উচ্ছাসিত রাজ্যপাল সিভি বসু তা আর বলার অবকাশ রাখে না।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর