রাজ্যে DGP নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ, রিপোর্ট তলব রাজ্যপাল ধনখড়ের

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ জুড়ে আপাতত বেশ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে রাজ্যপাল মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব। কোন না কোন ক্ষেত্রে কার্যত কয়েকদিন পরপরই দ্বন্দ্বে জড়াতে দেখা যায় রাজ্যের সাংবিধানিক প্রধান এবং নির্বাচিত মুখ্যমন্ত্রীকে। এর আগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। নারদ মামলায় মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডকেও সমালোচনার তীরে বিঁধেছেন তিনি। এবার ফের একবার নতুন মতান্তরের সূত্রপাত ঘটলো ডিজি বীরেন্দ্রর নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এদিনই নিয়োগ প্রক্রিয়া কে সম্পূর্ণ অসাংবিধানিক বলে উল্লেখ করেন রাজ্যপাল জগদীপ ধনকর।

Jagdeep Dhankhar attacks mamata banerjee about shitalkuchi incident

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বহাল ছিলেন বীরেন্দ্র। কিন্তু নির্বাচনের সময় তাকে অন্য পদে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কিন্তু ভোট মিটতে ফের একবার তাকে ডিজি পদে ফিরিয়ে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন জগদীপ ধনকর। এদিন সুপ্রিম কোর্টের আইনের অংশও উল্লেখ করে বেশ কয়েকটি টুইট করেন তিনি। ২০০৬ সালের সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণের কথাও উল্লেখ রয়েছে এই টুইটে। যেখানে বলা হয়, রাজ্যের ডিজিপি অবসর গ্রহণের ৩ মাস আগে কেন্দ্রকে তা জানাতে হয়। সেই অনুযায়ী ইউপিএসসি প্যানেল থেকে নতুন কাউকে পদে বহাল করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি বলে অভিযোগ ধনকরের।

https://twitter.com/jdhankhar1/status/1400354018610749440?s=19

নিজের এই টুইটে তিনি লেখেন,”মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত ভারপ্রাপ্ত কাউকে অস্থায়ী ভিত্তিতে না নিয়োগ করে স্থায়ী ভিত্তিতে ইউপিএসসি প্যানেল থেকে একজনকে ডিজিপি পদে নিয়োগ করা। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা উচিত রাজ্য সরকারের।” এরই সাথে সাথে ডিজিপি নিয়োগের প্রক্রিয়ার বিস্তারিত তথ্য রাজ্য সরকারের কাছে চান তিনি।তিনি এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এ বিষয়ে সুপ্রিমকোর্টের কাছে যে আবেদন করেছিল তা ২০১৯ সালেই খারিজ করা হয়েছে। এখন আগামীদিনে মুখ্যমন্ত্রী- রাজ্যপাল সংঘর্ষ কোন দিকে গড়ায় সে দিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর