ধর্ষণ কাণ্ডে নয়া মোড়, কে বুক করে দিয়েছিল দিল্লিতে হোটেল? নাম ফাঁস হতেই বিপদে রাজ্যপাল

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের কিছুদিন আগে বঙ্গ রাজ্যপালের (Governor C V Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানি,কুপ্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রাজভবনেরই এক অস্থায়ী স্টাফ। এই নিয়ে যখন রাজ্য-রাজনীতিতে শোরগোল সেই সময়ই বোসের বিরুদ্ধে পুরনো একটি অভিযোগের তদন্ত রিপোর্ট নবান্নে জমা দেয় কলকাতা পুলিশ।

২০২৩ সালে এক নামী ওড়িশি নৃত্যশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। যার ভিত্তিতে, নবান্নের নির্দেশে প্রাথমিক তদন্ত করে লালবাজার। এবার সেই ধর্ষণের অভিযোগে নাম জড়াল রাজ্যপালের ভাইপোর। সূত্রের খবর হেয়ার স্ট্রিট থানায় জিরো এফআইআর-এ রাজ্যপালের ভাইপোর নাম রয়েছে। ইতিমধ্যেই সেই FIR-র কপি দিল্লি পুলিশকে পাঠিয়েছে হেয়ার স্ট্রিট থানা।

অভিযোগ, রাজ্যপালের ভাইপোই দিল্লিতে হোটেল বুক করেছিলেন। সেই বিষয় অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। জানা যায়, গত বছর রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন ওড়িশি নৃত্যশিল্পী। অভিযোগকারীর দাবি, অনুষ্ঠানের কথা বলে গত জুন মাসে অনুষ্ঠানের কথা বলে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেইসময় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে রাখা হয়েছিল ওই মহিলাকে। আর সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন ওই মহিলা নৃত্যশিল্পী।

যৌন হেনস্তার অভিযোগ তুলে প্রথমে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই নৃত্যশিল্পী। এরপরই নবান্নের দ্বারস্থ হয়েছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে নবান্নের তরফে কলকাতা পুলিশকে এ বিষয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষ করে গত মাসেই তার রিপোর্টই নবান্নে জমা দেয় লালবাজার।

cv bose 3

আরও পড়ুন: অপেক্ষার অবসান! কাটল বহুদিনের জট, মিলল অনুমতি! এবার এই নয়া রুটেও ছুটবে মেট্রো

প্রসঙ্গত, দুদিন আগেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পুলিশি বাধায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি। এরপর আদালতে মামলা করেন শুভেন্দু। সরব হন রাজ্যপালও। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যপালের ভাইপোর নামেও জিরো এফআইআর।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর