বাংলা হান্ট ডেস্কঃ বিপদ বাড়লো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন পার্থ। তারপর থেকে প্রায় একবছর হতে চলল। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে এখনও জেলবন্দি তিনি। তবে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআইয়ের মামলায় বিচার (প্রসিকিউশন) শুরু করার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)।
উল্লেখ্য, সিআরপিসি ১৯৭ নং ধারা অনুসারে কোনও পাবলিক সার্জেন্টের বিরুদ্ধে নির্দিষ্ট অনুমোদন ছাড়া আদালতে বিচার প্রক্রিয়া এগোনো সম্ভব হয়না। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে ঠিকই কিন্তু তিনি শিল্পমন্ত্রী পদে থাকাকালীন তাকে গ্রেফতার করা হয়েছিল, তাই তার বিরুদ্ধে চার্জ গঠন এবং বিচার শুরুর জন্য রাজভবনের অনুমতির দরকার ছিল।
এবার পার্থর বিরুদ্ধে সিবিআইয়ের মামলায় বিচার শুরু করার অনুমোদন দিলেন রাজ্যপাল বোস। ভারতীয় সংবিধানের ১৬৩ নং ধারা অনুসারে নিজের সংবিধানিক অধিকার বলে এই নির্দেশ দিলেন রাজ্যপাল। অর্থাৎ ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ট্রায়ালে রাজভবনের পূর্ণ সম্মতি।
প্রসঙ্গত, গত বছর পার্থ ও তার ঘনিষ্ঠ অর্পিতাকে গ্রেফতার করে ইডি। পরে পার্থকে গ্রেফতার করে আরেক তদন্তকারী সংস্থা সিবিআই। প্রাক্তন তৃণমূল মহাসচিবের বিরুদ্ধে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর একাধিকবার জামিনের আবেদন করেও পাননি পার্থ। দীর্ঘ এই সময়ে তার বিরুদ্ধে নানা তথ্যপ্রমাণ পেয়েছে সিবিআই। যা ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। এবার সরাসরি রাজ্যপালের অনুমতি পাওয়ার পর চার্জশিট পেশের পর এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সাংবিধানিকভাবে আর কোনও বাধা রইল না।