বাংলা হান্ট ডেস্ক : গ্রাউন্ড জিরোয় নেমেই ভুমিকা পালন করেছিলেন তিনি। ভোটের হিংসায় ক্ষতিগ্রস্থদের বাড়িবাড়ি ঘুরেছেন। চোখের জল ফেলে জানিয়েছেন সমবেদনা। গতকালই মিটে গেছে নির্বাচন। কিন্তু এখনও মেটেনি তাঁর দায়িত্ব। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পরদিনই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল (C.V. Ananda Bose)।
আজ রবিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছবেন। সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনই খবর রাজভবন সূত্রে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে জেলায়-জেলায় ঘুরেছেন রাজ্যপাল। হিংসায় আক্রান্তদের পরিবারের সঙ্গে নিজে গিয়ে দেখা করে এসেছেন। গ্রাউন্ড জিরোর রিপোর্ট তৈরি করেছেন নিজেই। স্বরাষ্ট্রমন্ত্রকে সেই রিপোর্টই তিনি দিতে চলেছেন বলে বলে জানা যাচ্ছে।
পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে চরম অশান্তি। প্রাণ গিয়েছে ৩০ জনের। অশান্তির ঘটনায় বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। নিজে ছুটে গিয়েছেন অশান্তিপ্রবণ এলাকায়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ভোটের সকালেও একইরকম সক্রিয় রাজ্যপাল। বিভিন্ন এলাকায় ঘুরেছেন। তারপরেও ভোটের দিন রাজ্যে প্রাণ গিয়েছে ১৯ জনের। নির্বাচনের পরও রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি চলছে। দফায়-দফায় বোমাবাজি, গুলিবৃষ্টি অব্যাহত।
সিভি আনন্দ বোস আগেই জানিয়েছিলেন তিনি ‘গ্রাউন্ড জিরোর রাজ্যপাল’। সেইমতো রিপোর্ট তৈরি করে মুখবন্ধ খামে কমিশনে জমা করেছিলেন। তাতে অবশ্য কমিশন কর্ণপাত করেনি বলেই খবর। ভোট শেষে সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, রাজ্যপালের যা করণীয় তাই করব। এরপরই তড়িঘড়ি রবিবার দিল্লি রওনা দিলেন রাজ্যপাল।