‘কাল আমি রাস্তায় থাকবো নিজের অ্যাকশন নিয়ে’, হুঁশিয়ারি দিলেন ‘গ্রাউন্ড জিরো রাজ্যপাল’ আনন্দ বোস

বাংলা হান্ট ডেস্ক : রাত কাটলেই পঞ্চায়েত নির্বাচন (Panchaya Election)। পশ্চিমবঙ্গের (West Bengal) পঞ্চায়েত নির্বাচনে রাস্তায় নামবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C.V. Ananda Bose)। এদিন খড়গ্রামের নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের বাড়িতে যান রাজ্যপাল। তারপর তিনি নবগ্রামের আরও এক নিহত রাজনৈতিক কর্মীর বাড়িতেও যান এদিন। নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। সেখান থেকে ফেরার সময়েই রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এই ভাবে রাজ্যপালের অশান্তিপ্রবণ এলাকা ঘুরে ঘুরে নিগৃহীতের সঙ্গে কথা বলার ঘটনাকে কটাক্ষ করছে তৃণমূল। এই প্রসঙ্গে প্রশ্ন করতে রাজ্যপাল বলেন, ‘কাল আমি রাস্তায় থাকব। মানুষের স্বার্থের জন্য থাকব। এই পিস রুম আগের রাজভবনের পিস রুমের মতো নয়। আমি রাস্তায় থাকব আমার অ্যাকশন নিয়ে। মানুষের জন্য।’

মনোনয়ন পত্র তোলার সময় থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন অশান্তি, হিংসার খবর আসতে শুরু করে তখন চিন্তিত হয়ে পড়েছিলেন রাজ্যপাল। রাজভবনে বসে নয়, জনসংযোগ, নিগৃহীতদের কথা শুনতে রীতিমতো ‘গ্রাউন্ড জিরোতে পৌঁছে যান তিনি।’ তিনি পৌঁছে যান দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, ভাঙড়, বাসন্তী।

anada bose

এখানেই শেষ নয়, বাসন্তীর তৃণমূল কর্মী খুন হয়ে যাওয়ার পর নিহতের মেয়ের সঙ্গে দেখা করেন, ফোন করেন দেগঙ্গায় বোমাবাজিতে নিহত কিশোরের পরিবারকে। রাজ্যপাল রাজভবনে খোলেন পিস রুম, যেখানে সরাসরি ফোন করে অভিযোগ জানান বিরোধীরা।

রাজ্যপালের এই অতি সক্রিয়তাকে কটাক্ষ করেছে তৃণমূল। বাংলার শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যপাল নাকি নিজের প্রচারের জন্য এসব করছেন। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আনন্দ বোস বলেন, ‘ঠিক আমি প্রচারের জন্যই করছি। আমি বারবার প্রচারের জন্যই করব। মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমি বারবার এই ধরনের প্রচারেই থাকব।’ তিনি আরও বলেন, ‘আমি চাই মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক।’

ad

Sudipto

সম্পর্কিত খবর