ভোট গণনার দিন বাংলায় ফিরেই কড়া হুঁশিয়ারি রাজ্যপালের! কী করতে চলেছেন? জানালেন নিজেই

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি! আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রবিবার বিকেলে দিল্লি উড়ে গিয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন তিনি। এরপর ভোট গণনার দিন মঙ্গলবার সকালে কলকাতায় ফিরলেন বোস। আর বাংলার মাটিতে পা রেখেই কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের।

আজ কলকাতা ফিরেই বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল। বলেন, “বাংলায় ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে নিরলস লড়াই চলবে। গুন্ডা ও দুষ্কৃতীদের বিরুদ্ধে সমস্ত কর্তৃপক্ষের পদক্ষেপ করবে… যারা হিংসা ছড়াচ্ছে এবং কন্ট্রোল রুমে বসে যে রাজনীতিকরা রিমোট চালিয়ে এই হিংসায় উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অল-আউট অ্যাকশন নেওয়া হবে।”

কড়া হুঁশিয়ারি দিয়ে সিভি বোস বলেন, “প্রশাসন কড়া হাতে এই হিংসা প্রতিহত করবে। প্রতিটি সন্ন্যাসীর যেমন অতীত রয়েছে, তেমনি প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে। আজ যারা বাজে কাজ করছেন, ভবিষ্যতে তারাই ভালো কাজ করতে পারেন। আজকের হিংসা ভবিষ্যতের প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলাকে নিরাপদ জায়গায় পরিণত করে তুলব।”

প্রসঙ্গত, শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন। এর পরদিনই রবিবার দিল্লি যা রাজ্যপাল বোস। পঞ্চায়েতের পরদিনই বোসের দিল্লি যাত্রা নিয়ে জোর জল্পনা চলছিল সর্বত্র। এরপর গতকাল সন্ধ্যা সাড়ে ছ’টায় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে নর্থ ব্লকে যান রাজ্যপাল বোস।

cv bose

আধঘন্টা পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। বলেন, ‘ভোরের ঠিক আগেই নিকষ অন্ধকার থাকে। তবে এই সুড়ঙ্গের শেষপ্রান্তে আলোর ঠিকানা থাকবে। কনকনে শীত পড়লে বুঝতে হবে বসন্ত আসন্ন। আগামী দিন ভালো কাটবে।’ উল্লেখ্য, গতকাল সিআরপিএফের ডিজির সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল। এরই মধ্যে এবার রাজ্যে ফিরেই বড় বার্তা দিলেন সিভি বোস।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর