রাজভবনের বাইরে থেকে কলকাতা পুলিশের কর্মীদের সরানো হোক! চরম নির্দেশ রাজ্যপালের

   

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন রাজ্যপাল এবং রাজভবন। নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবন গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও ‘পুলিশি বাধা’র সম্মুখীন হয়ে তাঁকে ফিরে আসতে হয়। এরপর থেকেই শুরু হয় চাপানউতোর। সোমবার সকালে কলকাতা পুলিশের কর্মীদের বিরাট নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

রবিবার সন্ধ্যায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে (Raj Bhavan) রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, এই নিয়ে রাজ্যপালের কাছে সাহায্য প্রার্থনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যপাল বোসও (Governor CV Ananda Bose) ‘শেষ দেখে ছাড়ব’ বলে হুঁশিয়ারি দিয়েছেন। এরপরেই সোম সকালে সামনে এল বড় খবর।

জানা যাচ্ছে, এদিন রাজভবনে মোতায়েন কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মীদের অবিলম্বে রাজভবন চত্বর খালি করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বোস। রাজভবনের একজন আধিকারিক সূত্রে এমন খবর মিলেছে। রাজভবনের উত্তর গেটের কাছে যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেটিকে ‘জনমঞ্চে’ রূপান্তরিত করার প্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘মানুষ তাঁকে ভুলে গেল…’, মোদী নন! এদেশের সবচেয়ে ভালো শাসক কে? বোমা ফাটালেন দিলীপ!

এক সংবাদসংস্থার কাছে ওই আধিকারিক বলেন, ‘রাজভবনের অফিসার ইনচার্জ সহ রাজভবনের ভেতরে মোতায়েন পুলিশ আধিকারিকদের অবিলম্বে ওই প্রাঙ্গণ খালি করার নির্দেশ দিয়েছে রাজ্যপাল’। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে চর্চা।

এদিকে আবার গতকাল রাজভবনে উপস্থিত সকল BJP কর্মীদের সঙ্গে কথা বলার পর হিংসার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন রাজ্যপাল বোস। তিনি বলেন, ‘হিংসার বিরুদ্ধে লড়াই করব। একত্রে লড়াই করব। বাংলাকে আমরা হিংসামুক্ত করব। আমি শেষ অবধি লড়াই করব। বাংলার ১০ কোটি ভাইবোনেরা আমার সঙ্গে রয়েছেন। আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবেন। ততক্ষণ অবধি পুলিশমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারবেন না’।

Suvendu Adhikari meets Governor CV Ananda Bose with post poll violence victims

অন্যদিকে শুভেন্দু আবার রাজ্যপালের কাছে একটি বিশেষ আর্জি জানিয়েছেন। দুর্গাপুজো অবধি যাতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকে, সেকথা বলেছেন তিনি। রাজ্যপাল বোস বলেন, ‘রাজভবনের সকল পুলিশকে বদলি করতে হবে। সবাই যেন বুঝতে পারে বিনাশকালে বুদ্ধিনাশ। যদি না বদলাও তাহলে পুর্নঃমূষিক ভব’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর