যাদবপুর কাণ্ডে ‘অ্যাকশনে’ রাজ্যপাল! ডাকা হল বিশেষ বৈঠক! অসুস্থ উপাচার্য থাকবেন?

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে এক সপ্তাহ হতে চলল শিরোনামে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে তেতে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এমতাবস্থায় বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

যাদবপুর (Jadavpur University) কাণ্ডে ‘অ্যাকশনে’ রাজ্যপাল!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির জেরে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় উপাচার্যের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই রিপোর্ট পেয়ে গিয়েছেন তিনি।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, একটি বিশেষ তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। জরুরি ভিত্তিতে অন্যান্য উপাচার্যদেরও ডাকা হয়েছে বলে খবর। যদিও এই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত (Bhaskar Gupta) উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন কলকাতা হাইকোর্টের ‘এই’ বিচারপতি? নাম সামনে আসতেই শোরগোল

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU) হামলার ঘটনার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন ভাস্কর গুপ্ত। চিকিৎসকদের পরামর্শ মতো ইতিমধ্যেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এখনও হাসপাতালে চিকিৎসাধীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য। ফলে তিনি এই বিশেষ বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে সূত্র মারফৎ খবর, ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে সকল তথ্য চলে এসেছে।

Jadavpur University

এদিকে গত শনিবার থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ ওঠে, ব্রাত্যর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। হেনস্থা করা হয়েছে শিক্ষামন্ত্রীকে। অন্যদিকে পাল্টা অভিযোগ উঠেছে, ব্রাত্যর গাড়ির চাকায় ‘পিষে’ দেওয়া হয়েছে যাদবপুরের এক ছাত্রকে। এই অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে বর্তমানে সরগরম বাংলার রাজনৈতিক মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর