অভিষেকের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন রাজ্যপাল! এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ মানবিক রূপে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। পুজোর শুরু থেকেই নানা ঠাকুর, মণ্ডপ পরিক্রমায় বের হয়েছিলেন রাজ্যপাল। অন্যদিনের মতো মহানবমীতেও বেরিয়েছিলেন তিনি। আর সেইদিনই ঘটল এক অবাক কাণ্ড। ফুটপাথে বসবাস করা এক ভিটে হীন ভিক্ষুককে সোজা রাজভবনে (Raj Bhavan) থাকার জায়গা করে দিলেন রাজ্যপাল।

গত আট বছর ধরে ফুটপাথেই বসবাস ভিক্ষুক অভিষেক চট্টোপাধ্যায়ের। পরনে ময়লা জামা, জীর্ণকায় চেহারা, হাওড়ার কদমতলা এলাকায় কোনও রকমে ভিক্ষে করে এক বেলা হাফ পেট খেয়ে বেঁচে রয়েছেন। অন্য সকল সাধারণ দিনের মতো নবমীর সন্ধ্যাতেও ফুটপাথেই শুয়ে ছিলেন তিনি। যা নজরে আসে রাজ্যপালের। আর তারপরই জ্যাকপট।

   

নবমীর দিন রাজভবনের বাইরে শুয়ে রাত কাটাচ্ছিলেন ওই ভিক্ষুক। তখনই তার সাথে গিয়ে কথা বলেন রাজ্যপাল বোস। ভিক্ষুকের সঙ্গে কথা বলে রাজ্যপাল জানতে পারেন পারিবারিক সমস্যার জেরেই তিনি বাড়ি-ঘর ছাড়া। সব কিছু শুনে মাঝ বয়সী ওই ভিক্ষুকের রাজভবনেই থাকার ব্যবস্থা করে দিলেন রাজ্যপাল।

আরও পড়ুন: মোদী বা মমতা নন! সবার প্রথম বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে ফাস্ট হলেন দেশের এই মন্ত্রী

এই বিষয়ে নিজেই টুইট করে জানিয়েছেন রাজ্যপাল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‌এদিন ফুটপাথের পাশ দিয়ে যাওয়ার সময় অভিষেক চট্টোপাধ্যায় নামের এক ভবঘুরেকে দেখতে পেলাম। গত ৮ বছর ধরে তিনি ফুটপাথেই বসবাস করেন। তবে এখন থেকে রাজভবন তার রোটি–কাপড়া–মকানের বন্দোবস্ত করবে। রাজভবনের কোয়ার্টারে তাকে পাকাপাকি ভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। রাজভবনেই ওই ব্যক্তিকে চাকরিও দেওয়া হয়েছে। ‘

cv bose pujo

জানা গিয়েছে বর্তমানে ওই ব্যক্তির চিকিৎসা চলছে। রাজভবনের কোয়াটার্সেই রয়েছেন তিনি। আগে তিনি হাওড়ার একটি কারখানায় সাফাই কর্মী হিসেবে কাজ করতেন। তাই সুস্থ হলে তাকে সাফাইয়ের কাজে নিযুক্ত করা হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর