রিষড়ার হিংসায় আহতদের দেখতে SSKM এ উপস্থিত রাজ্যপাল! দিলেন দুষ্কৃতিদের বিরুদ্ধে অ্যাকশনের আশ্বাস

বাংলা হান্ট ডেস্ক : রাম নবমীর (Ram Navami) মিছিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে সরগরম রিষড়া (Rishra)। প্রায় ৩ ঘণ্টা তাণ্ডব চলার পর রাত একটার পর ট্রেন চলতে শুরু করে রিষড়ায়। সোমবার রাতেও চার নম্বর রেলগেটে ব্যাপক বোমাবাজি চলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে রেলগেটটাই বন্ধ করা যাচ্ছিল না।

রবিবার সন্ধ্যা রিষড়ায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেই শোভাযাত্রাকে কেন্দ্র করেই চরম সংঘাত ঘনায় ভরসন্ধেয়। ছোড়াছুড়ি হয় ইট-পাথর, পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মী-সমর্থকরা। কাঁদানে গ্যাসও ছুড়তে হয় পুলিসকে। এই সংঘর্ষে বিজেপির একাধিক কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, শাসকদলের দাবি, দিলীপ ঘোষের উস্কানিতে ওইদিন গন্ডগোল শুরু হয়।

   

rishra 2

তার জেরে হাওড়া-বর্ধমান আপ ও ডাউন অভিমুখে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর ফের পরিষেবা শুরু হয়। তবে এখনও সার্বিকভাবে রিষড়া, মাহেশের মতো এলাকা থমথম রয়েছে। পুলিস মোতায়েন করা হলেও সোমবার রাতে যেভাবে অশান্তি ছড়িয়ে পরে, তাতে আতঙ্কে পড়ে গিয়েছেন মানুষ। যে অশান্তির ঘটনায় ইতিমধ্যে ৩৬ জনকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিস।

ঘটনার পরেই উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। তবে সোমবার রাতে ফের নতুন করে সংঘর্ষ হলে রাজ্যপাল নিজের পাহাড় সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে, সরাসরি বিমানবন্দর থেকেই এদিন সকালে পৌঁছন রিষড়ায়। সেখানে অশান্তি রুখতে কড়া বার্তা দেন তিনি। তার পরেই রিষড়া স্টেশন ঘুরে দেখে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানেই রিষড়ার ঘটনায় আহতদের কয়েকজন ভর্তি রয়েছেন। তাঁদের দেখতে যান রাজ্যপাল।

তিনি বলেন, ‘ঘটনার প্রকৃত কার্যকারণ জানতেই আমি এখানে এসেছি। যা বলা হচ্ছে তা কতদূর সত্যি তা দেখতে এসেছি। এবার পরিস্থিতি পর্যালোচনা করব, সিদ্ধান্ত নেব। তার পর সলিড অ্যাকশন হবে। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবেন।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর