হাসপাতালে বসেই দিয়েছেন অনুমোদন! রাজ্যপালের এক পদক্ষেপে আরও বিপদে পার্থ-মানিক?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত এপ্রিল মাসে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। তড়িঘড়ি তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। দিন দশেক আগেই অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে খানিকটা সুস্থ হয়ে রাজভবনে (Raj Bhavan) ফিরেছেন তিনি। আর তারপরেই ফের শুরু করে দিলেন কাজ। চিকিৎসকদের বিধিনিষেধ মাথায় রেখেই ফের কাজে মন দিয়েছেন রাজ্যপাল।

ইডিকে বড় অনুমোদন দিলেন রাজ্যপাল বোস (Governor CV Ananda Bose)!

গত মাসে হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। পরবর্তীতে চিকিৎসকদের তরফ থেকে জানা যায়, তাঁর ধমনীতে ব্লকেজ ধরা পড়েছে। এর জন্য তড়িঘড়ি অস্ত্রোপচার করাতে হবে। সেই অনুযায়ী রাজ্যপাল বোসের অস্ত্রোপচার হয়। সপ্তাহ দেড়েক আগে হাসপাতাল থেকে ছুটি পেয়ে ফের রাজভবনে ফিরেছেন তিনি।

ইতিমধ্যেই আগের মতো কাজে ‘মন’ বসিয়েছেন রাজ্যপাল। যদিও জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তি থাকাকালীনও কাজ বন্ধ করেননি তিনি। সেই সময়ও বেশ কিছু বিলে স্বাক্ষর করেছেন। পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও ভাড়াটিয়া ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধন) বিল সহ মোট পাঁচটি বিলে অনুমোদন দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ মশলা দিয়ে ভোটারদের থেকে তথ্য হাতাচ্ছে ‘কুচক্রী’রা! কানে আসতেই বিরাট পদক্ষেপ নিল তৃণমূল

সেই সঙ্গেই হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইডির একটি মামলায় প্রসিকিউশনে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল বোস। এর ফলে তাঁদের চাপ আরও বাড়ল বলে মনে করছেন অনেকে।

Governor CV Ananda Bose Primary recruitment scam

অন্যদিকে জানা যাচ্ছে, সুস্থ হয়ে রাজভবনে ফেরার পর আস্তে আস্তে কাজে ‘মন’ দিলেও বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে রাজ্যপালকে (Governor CV Ananda Bose)। দূরপাল্লার ভ্রমণ অথবা জিরো গ্রাউন্ডে নেমে পর্যবেক্ষণের কাজে আপাতত তিনি যাবেন না। আরও কিছুটা সময় নিয়ে শরীরকে সুস্থ হওয়ার সময় দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X