বাংলা হান্ট ডেস্কঃ রাজভবনে আটকে রয়েছে একগুচ্ছ বিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) সেগুলোয় স্বাক্ষর করছেন না। যে কারণে আইন হিসেবে সেগুলি কার্যকরও করা যাচ্ছে না। রাজ্যের তরফ থেকে এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের সেই মামলাতেই এবার রাজভবনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
রাজ্যপালকে (Governor CV Ananda Bose) নোটিশ দিল সুপ্রিম কোর্ট
রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল। সংবিধানের রক্ষাকবচ রয়েছে তাঁর। সেই জন্য সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মামলা দায়ের করেনি রাজ্য সরকার (Government of West Bengal)। বরং তাঁর সচিবের বিরুদ্ধে মামলা করা হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্রা এবং বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এবার এই মামলাতেই রাজভবনকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্যও নোটিশ জারি করা হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, রাজ্যের দায়ের করা এই মামলায় মৌখিকভাবে রাজ্যপালকে (Governor CV Ananda Bose) চিঠি দেওয়ার কথা বলেছেন চিফ জাস্টিস। তিনি বলেন, রাজভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই বিষয়ে তাঁরা নোটিশ জারি করছেন। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে বাংলায়।
আরও পড়ুনঃ লোকসভায় রূদ্ররূপ ধারণ স্পিকারের! ‘হাত বের করুন…’, এবার মন্ত্রীকেই ধমক ওমের!
উল্লেখ্য, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল আইনে পরিণত হতে গেলে রাজ্যপালের (Governor CV Ananda Bose) সম্মতি দরকার। তাই বিলগুলি রাজভবনে পাঠানো হয়। তবে অভিযোগ, বিগত কয়েক বছরে রাজভবনে একাধিক বিল জমা হলেও রাজ্যপাল তাতে স্বাক্ষর করেননি। নিয়ম বলছে, রাজ্যপাল যদি কোনও বিল নিয়ে সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে তিনি দু’টি জিনিস করতে পারেন। হয় তিনি সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন অথবা সংশোধনের জন্য বিধানসভায় ফেরত পাঠাতে পারেন। তবে রাজ্যের অভিযোগ, এই দু’টির মধ্যে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি।
রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে এদিন বলেন, এভাবে দিনের পর দিন বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখতে পারেন না। এদিনের শুনানি শেষে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজভবনকে এই বিষয়ে নোটিশ জারি করার কথা বলেন।