চোপড়া কাণ্ডে ‘আসরে’ নামলেন বোস! মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব, কী কী জানতে চাইলেন রাজ্যপাল?

বাংলা হান্ট ডেস্কঃ রাস্তায় ফেলে কঞ্চি দিয়ে এক তরুণীকে বেধড়ক মারছেন একজন পুরুষ। রবিবার রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল চোপড়ার একটি ভিডিও (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)। ইতিমধ্যে প্রায় গোটা বাংলা সেই ভিডিও দেখেছে। এবার এই ঘটনা নিয়েই ‘অ্যাকশনে’ নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে রিপোর্ট তলব করলেন তিনি।

রবিবার সমাজমাধ্যমের পাতায় চোপড়ার এই ভিডিও (Chopra Incident) ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে তা শিরোনামে উঠে আসে। এবার এই ঘটনাতেই মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল বোস (Governor CV Ananda Bose), রাজভবন সূত্রে জানা গিয়েছে এই খবর। কবে কোথায় এই ঘটনা ঘটেছে? ঘটনার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ঘটনার সময় পুলিশের কী ভূমিকা ছিল? এমন নানান বিষয়ে মুখ্যমন্ত্রী থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।

এদিকে চোপড়া কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়ে সোমবার বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্যের BJP বিধায়করা। এদিন আবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষ্যে বিশেষ কিছু কর্মসূচি রয়েছে। তার মাঝেই চোপড়া কাণ্ড নিয়ে উত্তাল বিধানসভা।

আরও পড়ুনঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিকের খাতা দেখায় ভূরি ভূরি ভুল! কেন এমন হচ্ছে? এবার বিরাট পদক্ষেপ পর্ষদের

BJP-র তরফ থেকে এই ঘটনা নিয়ে একাধিকবার নিশানা করা হয়েছে তৃণমূলকে। BJP সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘এই রাজ্য মহিলাদের জন্য সুরক্ষিত নয়’। বাংলা ‘তালিবান রাজে’ পরিণত হয়েছে বলে তোপ দেগেছেন তিনি। একইসঙ্গে বলেন, ‘তৃণমূলের নেতা, বিধায়ক কেউ এই নিয়ে প্রকাশ্যে নিন্দা করছেন ন। এখান থেকে পরিষ্কার বাংলায় ‘তালিবানি শাসন’ চলছে… এই ঘটনায় সম্পূর্ণ দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে’।

Chopra couple beating incident

অন্যদিকে ইতিমধ্যেই চোপড়ায় যুগল পেটানোর ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাঁকে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়। সোমবার তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে উপস্থিত করানো হবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর