বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (DA) ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে। বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়ে অনশনে বসেছেন রাজ্য সরকারী কর্মচারীরা। চলছে অনশন আন্দোলন, যা ইতিমধ্যেই পা দিয়েছে চতুর্থ সপ্তাহে। ইস্যু ঘিরে রাজনৈতিক তরজা। এবার এই সমস্যা সমাধানে খোদ বাংলার রাজ্যপাল (C.V Anand Bose)। শনিবার এক টুইট করে তিনি অনশনকারীদের অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন। স্বয়ং রাজ্যপালের কাছ থেকে টুইট বার্তা পেয়ে কিছুটা স্বস্তিতে আন্দোলনকারীরা।
রাজ্য ও সরকারি কর্মীদের ডিএ বিবাদ মেটাতে রবিবার সকাল ১১ টায় পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাজভবন যাবেন। জানা গিয়েছে, সেখানে রাজ্যপালের সঙ্গে কথা হওয়ার পর ইতিবাচক ইঙ্গিত পেলে অনশন তুলে নিতে পারে রাজ্য সরকারের কর্মচারী সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ।
সূত্রের খবর, এদিন সরকারি কর্মীদের অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়ে রাজভবনের তরফে পরপর দুটি টুইট করে করা হয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, “রাজ্যপাল গভীরভাবে ব্যথিত যে, সংক্ষুব্ধ কর্মচারীদের অনশন চতুর্থ সপ্তাহে প্রবেশ করছে। এই সমস্যাটি জটিল হতে পারেয কিন্তু সবসময় সমস্যা সমাধানের একটি সহজ উপায় আছে। আমাদের ভাইদের মূল্যবান জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
1/
Governor is deeply pained that the hunger strike of the aggrieved employees is entering its fourth week. The issues involved may be complex but there is always a simple way out. What is of paramount importance is the precious life of our brothers
Cont'd
— Governor of West Bengal (@BengalGovernor) March 11, 2023
রাজভবন তরফে করা দ্বিতীয় টুইটে বলা হয়েছে, “যারা ক্রমাগত উপবাস করে চলেছেন তাদের হৃদয়ের কাছাকাছি রয়েছেন রাজ্যপাল। যারা জীবনের ঝুঁকি নিয়ে অনশনে আছেন তাদের দয়া করে এটি শেষ করার জন্য অনুরোধ করছেন রাজ্যপাল এবং সব পক্ষকে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে এই অস্থিরতা থেকে একটি গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করছেন।”
তবে এই টুইট বার্তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যপালের টুইটের পাল্টা জবাব দিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্য সরকার ডিএ মামলায় স্যাট-এ হেরেছে, সিঙ্গল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে। রিভিউ পিটিশনে তিরস্কৃত হয়েছে। এখন সুপ্রিম কোর্টে গিয়ে সময় নষ্ট করছে। ৩ শতাংশ ডিএ দিয়ে এখন একটা জটিল প্রক্রিয়ায় চলে গিয়েছে।”
তার আরও সংযোজন, “এখন আর কোনও আলোচনায় বসা সম্ভব নয়। বরং রাজ্যপালের রাজ্যকে বলা উচিত, বকেয়া ডিএ সবটা দিয়ে দিক।” অন্যদিকে, রাজ্যপালের আর্জি মেনে আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, অনশন তুললেও আন্দোলন জারি রাখার কথা এদিন টুইট করে জানান তিনি।