বাংলা হান্ট ডেস্কঃ নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী হয়ে রইল বিধানসভা। বিক্ষোভের জেরে বাজেট অধিবেশনের শুরুতেই ভাষণ না দিয়েই বিধানসভা থেকে হেঁটে বেরিয়ে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। বিজেপির বিধায়করা বিধানসভা ওয়েলে নেমেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।
শুক্রবার রাজ্যপালের ভাষণ দিয়েই বিধানসভার অভিবেশন শুরু হওয়ার কথা ছিল। আর রাজ্যপালও সেই মতো বিধানসভায় যান। কিন্তু বিক্ষোভের কারণে ভাষণই দিতে পারলেন না তিনি। ভাষণ না দিয়েই বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল।
বিধানসভায় গিয়ে সংবিধানের রচিয়তা আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল। এরপর তিনি বিধানসভার কক্ষে প্রবেশ করেন। বিধানসভায় প্রবেশ করে নিজের ভাষণ পাঠ করতে যান তিনি। আর ওনার ভাষণ শুরুর আগেই বিধানসভায় তুমুল হাঙ্গামার সৃষ্টি করেন বিজেপির বিধায়করা। বিধানসভার ওয়েলে নেমে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
বিজেপির বিধায়করা অভিযোগ করে বলেন, রাজ্যপালকে দিয়ে মিথ্যা ভাষণ পড়ানোর চেষ্টা করছে নবান্ন। তাঁরা অভিযোগ করে বলেন, রাজ্যের তরফ থেকে তৈরি করে দেওয়া ভাষণে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনও কথাই ছিল না। আমাদের মূল প্রতিবাদের বিষয় তুলেই ধরা হচ্ছে না। তাই এই ভাষণের কোনও মূল্য নেই।