কালীপুজোর রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে সস্ত্রীক হাজির রাজ্যপাল, আতিথেয়তায় চমকে দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : কয়েক মাসের সমস্ত সংঘাত ভুলে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে কালীপুজোর রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সস্ত্রীক হাজির হলেন রাজ্যপাল জগদীপ ধন কর৷ রবিবার সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান তিনি৷ বাড়িতে রাজ্যপাল উপস্থিত হওয়ায় যথেষ্টই খুশির মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে তাই রাজ্যপালকে সাদরে আমন্ত্রণ জানাতে এগিয়ে যান মুখ্যমন্ত্রী৷ এরপর হাত জোড় করে রাজ্যপাল ও তাঁর স্ত্রীকে ঘরেও নিয়ে যান, নিজের ঘরে বসতে আর্জি জানান তিনি৷mamata banerjee 5

এর পর পরিবারের সকল সদস্যদের সঙ্গে ক্ষণিকের আলাপচারিতাও সেরে নেন রাজ্যপাল৷ তার পর রাজ্যপাল ও তাঁর স্ত্রীকে নিয়ে পুজো মণ্ডপের সামনে চেয়ারে বসের মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে তাঁদের আপ্যায়নে যাতে কোনও রকম ত্রুটি না থাকে তার জন্য প্রথম থেকেই সক্রিয় ভাবে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে বেশ হাসি খুশি মেজাজে ধরা দিয়েছেন রাজ্যপাল৷

   

যদিও শনিবার সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ পত্র পাওয়ার পর তিনি কালীঘাটের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যপাল, এর পর ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য চিঠি লিখেছেন বলে জানান জগদীপ ধনকর৷ একই সঙ্গে ভাইফোঁটার দিনটি ভাই বোনের সম্পর্কের অন্যতম একটি দিন তাই এই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভাইফোঁটা নিতে ইচ্ছুক রাজ্যপাল এমনটাই জানিয়েছিলেন৷

উল্লেখ্য এ বছর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আরও ধুমধাম করে কালীপুজো হয়েছে৷ নিজের হাতে ভাইয়ের বউদির সঙ্গে ভোগ রান্না করেছেন মমতা৷ নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের ক্ষেত্রেও কোনও ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী৷ এ দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন নেতা মন্ত্রী ও আমলারা৷ সারা দিন উপোস থেকে পুজো মণ্ডপে বসে পুজোর তদারকিও করেছেন তিনি৷

সম্পর্কিত খবর