রাজ‍্যবাসীকে প্রদীপ জ্বালানোয় সাবধানতা অবলম্বনের আর্জি মমতা সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত দেশবাসীর কাছে অনুরোধ করেছেন ৫ তারিখ অর্থাৎ রবিবার  সকলে যেন রাত্রি ৯ টার সময় নিজের নিজের বাড়ির আলো বন্ধ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। এখন প্রধানমন্ত্রীর এই আবেদন নিয়ে বামপন্থী থেকে অন্যান্য বিরোধিরা সোশ্যাল মিডিয়ায় বিরোধিতা শুরু করেছে। প্রদীপ, মোমবাতি বা ফ্ল্যাশ জ্বালানোর মাধ্যমে আসলে প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়াইতে একতা দেখানোর কথা বলেছেন।

modi 47

মোমবাতি জ্বালানোর বিরোধিতা না করলো মোমবাতি জ্বালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে জনগণকে উৎসাহিত করছে রাজ্য সরকার।পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের পক্ষ থেকে রাজ্য প্রতেক টি জেলা ব্লকের মাইকিং ও সাবধান করা হচ্ছে সাধারণ মানুষকে।

অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দীপ, মোমবাতি জ্বালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় ঢিলেঢালা পোষাক পড়া চলবে না।৯ মিনিট হয়ে গেলেই দীপ নিভিয়ে দেবেন। এক বালতি জল কাছাকাছি রাখতে হবে।

পাশাপাশি, আলো নেভালেও বাড়ির সমস্ত বিদ্যুৎ চালিত যন্ত্র বন্ধ না করতে অনুরোধ করছেন বিশেষজ্ঞরা। সমগ্র দেশে একসাথে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ হয়ে গেলে বসে যেতে পারে গ্রিড। যার জেরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে

সম্পর্কিত খবর