সরকারি আমলা থেকে রেলমন্ত্রী, অশ্বিনী বৈষ্ণবের সফর শুনলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই নিত্যদিন খবরে শিরোনামে উঠে আসছে রেলমন্ত্রী  অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) নাম। দুর্ঘটনার পরে বিরোধীরা দাবি তুলেছিলেন অবিলম্বে পদত্যাগ করতে হবে রেল মন্ত্রীকে। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আমি কোথাও যাবো না। আগে সকলকে উদ্ধার করব, চিকিৎসার ব্যবস্থা করব তারপর এখান থেকে যাব’।

সত্যিই সেই কাজ করে দেখিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। টানা ৭২ ঘন্টা ঘটনাস্থলেই ছিলেন তিনি। নাওয়া খাওয়া ভুলে নিজের তদারকিতেই চালান উদ্ধার কাজ। এমনকি ট্রেনের কামরার ভেতর ঢুকে দুর্ঘটনার কারণ খুঁজতে দেখা যায় রেলমন্ত্রীকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেইসব ছবি। রাতারাতি অনেকের কাছেই হিরো হয়ে উঠেছেন তিনি। তবে জানেন কি কেরিয়ার ঠিক কোথা থেকে শুরু করেছিলেন অশ্বিনী বৈষ্ণব? আজকের এই প্রতিবেদনে জানাবো সে কথাই।

রাজনীতি ময়দানে সেভাবে নিজের আধিপত্য বিস্তার করতে পারেননি অশ্বিনী বৈষ্ণব। তবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি প্রধানমন্ত্রীর কাছের মানুষে উঠেছিলেন। এমনকি জায়গা পেয়ে যান নরেন্দ্র মোদির ক্যাবিনেট মন্ত্রীর পদে। সামান্য একজন সরকারি আমলা হিসেবেই শুরু করেছিলেন কেরিয়ার। এরপর উল্কার গতিতে এগিয়ে যায় কেরিয়ার গ্রাফ।

রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেছিলেন স্বর্ণপদক জয়ী অশ্বিনী বৈষ্ণব। কর্মসূত্রে আসতে হয় ওড়িশার বালেশ্বরে। সেখানে কালেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। এরপর তিনি চাকরি পান প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দপ্তরে। হয়ে ওঠেন আপ্ত সহায়ক।

ধীরে ধীরে বিজেপির প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি। একটা সময় নাম লেখান রাজনীতিতে। ২০১৯ সালে ওড়িশা থেকে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন অশ্বিনী বৈষ্ণব। আসে সাফল্য। হয়ে ওঠেন রাজ্যসভার সাংসদ। এরপরেই একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে।

মাত্র দু বছরের মধ্যেই রেল এবং আইটি মন্ত্রকের পোর্টফোলিও পেয়ে যান অশ্বিনী বৈষ্ণব। রাজনীতিতে সেভাবে অভিজ্ঞ না হলেও মোদি কেবিনেটের নয়নের মণি এই রেলমন্ত্রী। ওড়িশার বালেশ্বরই ছিল একসময় তার কর্মভূমি। সেখানকার মানুষকে কথা দিয়েছিলেন সব সময় পাশে থাকবেন। আর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর সেই প্রতিশ্রুতি পালন করতে দেখা গেল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে।

Avatar
additiya

সম্পর্কিত খবর