চার বেলা হাজিরার খাতায় ঠুকতে হবে সই! রাজ্যজুড়ে DA ধর্মঘট রুখতে নবান্ন-র মাস্টারস্ট্রোক

বাংলা হান্ট ডেস্কঃ ন্যায্য ডিএ-র (DA) দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের (Strike) নেমেছে রাজ্যের সরকারি কর্মচারীদের একটা অংশ। পালটা ধর্মঘট রুখতে কড়া হাতে প্রস্তুত রাজ্য প্রশাসনও। শুক্রবার সকালে থেকেই আন্দোলন বিক্ষোভে ধুন্ধুমার দশা রাজ্যে। দিক দিক থেকে উঠে আসছে বিক্ষোভের চিত্র। এরই মধ্যে এবার ধর্মঘট রুখতে আরও কড়া পদক্ষেপ প্রশাসনের।

একদিকে যখন রাজ্যজুড়ে ধর্মঘট আন্দোলনে উত্তপ্ত গোটা রাজ্য, সেই সময়ই জেলায় জেলায় ‘অ্যাটেনডেন্স ফরম্যাট’ পাঠালো নবান্ন (Nananna)। জানা গিয়েছে তাতে সরকারি কর্মীদের চার বেলা হাজিরায় সই করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, সকল কর্মী অফিসে গিয়ে সম্পূর্ণ সময়ে ঠিক মতো কাজ করছে কি না তা খতিয়ে দেখতেই এই কড়া পদক্ষেপ।

প্রসঙ্গত, গতকালই সরকারি কর্মীদের ধর্মঘট রুখতে তাদের হাজিরা নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছিল নবান্ন (Nabanna)। বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছিল, শুক্রবার যদি সরকারি কর্মীরা হাজির না থাকেন, তাহলে তাদের বেতন কাটার পাশাপাশি সার্ভিস ব্রেক হবে। আর এদিন আরও কঠোর নির্দেশ সরকারের।

কি বলা হয়েছে শুক্রবারের অ্যাটেনডেন্স ফরম্যাটে? সূত্রের খবর, শুক্রবার সকাল ১০.৪৫ এ অফিসে উপস্থিত হয়ে হাজিরার খাতায় সই করতে হবে সরকারি কর্মীদের। এরপর বেলা ১২টা, দুপুর ১.৩০ এ ফের সই করে নিজের কর্মপরিচয় জানাতে হবে। সবশেষে ছুটির সময় অর্থাৎ বিকেল ৫টা সই করটে হবে শেষবারের মতো।

da mamata

৭/৮ ঘন্টার কর্মসময়ে টানা ৪ বার সই করতে হবে সরকারি কর্মীদের। এই করে তাদের প্রমাণ দিতে হবে যে সেই ব্যক্তি কোনোভাবেই শুক্রবারের ডিএ ধর্মঘটে পা রাখেননি। জানিয়ে রাখি, এদিন সকালে ১১টা নাগাদ নবান্ন-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলিতে কর্মীদের হাজিরা ছিল প্রায় ৯২ শতাংশ। তবে শহর থেকে জেলাগুলতে এই ধর্মঘট, আন্দোলনের প্রভাব অনেকে বেশি পড়বে বলেই ধারণা করা হচ্ছে। দুপুর একটা পর্যন্ত যে চিত্র উঠে এসেছে তাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এই অবরোধ, বনধ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর