দাম মাত্র ১০০ টাকা! ডোমজুড় স্কুলের মধ্যেই বহিরাগতর উদ্যোগে “বিক্রি” হচ্ছে সবুজ সাথী সাইকেল

বাংলাহান্ট ডেস্ক : সরকারি স্কুলের (Government School) মধ্যেই বিক্রি হচ্ছে সরকারি প্রকল্পের সাইকেল! ঘটনাটি ডোমজুড়ের (Domjur) কোরোলা হাই স্কুলের। এক্ষেত্রে স্কুলের শিক্ষক বা শিক্ষা কর্মীদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সবুজ সাথী প্রকল্পের (Sabujsathi Project) সাইকেল বিক্রির ক্ষেত্রে প্রকাশ্যে এসেছে এক বহিরাগতের কথা। অভিযোগ ওই বহিরাগত গত তিনদিন ধরে স্কুলের মধ্যে দশম শ্রেণীর ছাত্রদের ১০০ টাকার বিনিময় বিক্রি করছে সাইকেল।

স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন এই ঘটনা সামনে আসার পর। সূত্রের খবর, স্কুলের মধ্যেই রীতিমতো কাউন্টার খুলে বসেছে এক বহিরাগত যুবক। সেই কাউন্টারে ওই যুবক ছাত্র পিছু নিচ্ছে ১০০ টাকা করে, তারপর তাদের সবুজ সাথী সাইকেল দিচ্ছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই যুবক বলেছে, “কিছু খরচ হয়েছে। তাই সামান্য টাকা দিতে হবে।” গত বৃহস্পতিবার সাংবাদিকরা এই ঘটনার সত্যতা যাচাই করতে স্কুলে পৌঁছালে যুবকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এরপর ধরা পড়ে সে ব্যাখ্যা দেয়, তার কাছে থাকা টাকাগুলি স্কুলের বেতন। অভিভাবকরা জানিয়েছেন, ওই যুবককে যখন তারা জিজ্ঞেস করেন যে সরকারি প্রকল্পের সাইকেল নেওয়ার জন্য কেন টাকা দিতে হবে, তখন সেই যুবকটি বলে বিডিও অফিস থেকে স্কুলে সাইকেলগুলি আনার জন্য খরচ হয়েছে। সেই খরচ তোলার জন্য পড়ুয়া পিছু ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে সবকিছু জানে।

Domjur

স্কুলের পরিচালন সমিতি এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে, এই বিষয়ে তারা কিছু জানে না। সাইকেল আনা বা হাওয়া দেওয়ার জন্য ১০০ টাকা করে নেওয়া হয় না। স্কুলের বিরুদ্ধে চক্রান্ত করে কেউ বা কারা এই অভিযোগ করছেন। ডোমজুড়ের বিডিওর কাছে পৌঁছেছে এই ঘটনার খবর। এই বিষয়ে বিডিও গার্গী দাস বলেছেন, কেউ যদি টাকা তুলে থাকে তাহলে তার শাস্তি হবে। পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর