সুরাপ্রেমীদের জন্য সুখবর! বাড়ি বাড়ি মদের পাইপলাইন দিচ্ছে সরকার! আপনিও কী পাবেন?

বাংলাহান্ট ডেস্ক:  সম্প্রতি একটি ফর্ম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ফর্মের মাধ্যমেই দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার আমজনতার বাড়িতে মদের পাইপলাইন পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে। ইচ্ছুকরা মদের পাইপলাইনের জন্য আবেদন করতে পারেন।

ভাইরাল ফর্মটিতে লেখা আছে, “ভারত সরকারের তরফে মদের পাইপলাইন সংযোগের জন্য আবেদন পত্র। মাননীয় প্রধানমন্ত্রী দৈনিক মদ্যপানকারীদের জন্য একটি পাইপলাইন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন। যারা আগ্রহী, তারা ১১০০০ টাকার ডিমান্ড ড্রাফ্টের সাথে এই আবেদনপত্রটি পূরণ করুন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO অফিস) জমা দিন।”

ফর্মটির মাধ্যমে দাবি করা হয়েছে, আবেদন প্রাপ্তির এক মাস পরে সরকারের পক্ষ থেকে আবেদনকারীর বাড়ির মিটারের সাথে মদের পাইপলাইন সংযোগ করার জন্য পরিদর্শন করা হবে। পরে মদের ব্যবহার অনুযায়ী বিল আসবে বাড়িতে। এর পরে, আবেদনকারীর নাম লেখার জন্য এবং ছবির জন্য ফর্মে বিশেষ জায়গাও দেওয়া হয়েছে। এই ফর্মটি দেখতেও হুবহু সরকারি ফর্মের মতো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হওয়ার কারণে এটি প্রেস ইনফরমেশন ব্যুরোর কাছে (PIB) সত্যতা যাচাইয়ের জন্য পৌঁছায়। ফ্যাক্ট চেক বিভাগ এই খবরকে ভুয়ো বলে দাবি করেছে। পিআইবি এই ভাইরাল ফর্মটি নিয়ে মজা করেছে এবং নানা পাটেকরের ছবির সাথে এটি শেয়ার করে লিখেছেন, “চিল বন্ধুরা, আপনার প্রত্যাশা খুব বেশি করবেন না।” অর্থাৎ এ খবর সত্য নয়। এমন কোনো পরিকল্পনা আসছে না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর