বাংলা হান্ট ডেস্কঃ শিশুদের জন্য সড়ক নিরাপত্তার নতুন নির্দেশিকা জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী, ৯ মাস থেকে চার বছর বয়সী শিশুদের বাইকে ভ্রমণের জন্য নতুন নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম পালন না করলে আপনাকে জরিমানা দিতে হতে পারে।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুদের মোটরসাইকেলে ভ্রমণের সময় এসব নিয়ম প্রযোজ্য হবে। ৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য বাইকে ভ্রমণের সময় একটি Safety harness লাগানো জরুরি। Safety harness হালকা, ওয়াটারপ্রুফ এবং গদি যুক্ত হওয়া উচিত। যেখানে শিশুরা বিশ্রাম নিতে পারে। এছাড়াও এর ক্ষমতা ৩০ কেজি পর্যন্ত লোড বহন করতে সক্ষম হতে হবে।
এছাড়াও, বাইকে ভ্রমণের সময় শিশুদেরও তাদের আকারের একটি হেলমেট পরতে হবে। এই নিয়ম কার্যকর হওয়ার পর হেলমেট ও সেফটি গিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। বাচ্চাদের সাথে বাইকে ভ্রমণ করার সময় সর্বোচ্চ গতি ৪০ কিমি/ঘন্টার বেশি হওয়া উচিত নয়।
BIS শিশুদের হেলমেটের জন্য আলাদা মান জারি করবে। ততদিন পর্যন্ত ছোট হেলমেট, বা সাইকেল হেলমেট ব্যবহার করা যেতে পারে। আপনাকে বলে দিই যে, কেন্দ্র ২৫ অক্টোবর ২০২১-এ সড়ক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় মোটর যানবাহন বিধি (CMVR), 1989 সংশোধন করতে এই খসড়া বিজ্ঞপ্তিটি প্রথমবার নিয়ে এসেছিল।