বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় বাজারে বাইকের দুনিয়ায় একটি জনপ্রিয় কোম্পানি হল Bajaj। একের পর এক দুর্দান্ত সব বাইক বাজারে নিয়ে এসেছে ওই সংস্থা। পাশাপাশি, সাশ্রয়ী মূল্যের বাইকের ক্ষেত্রেও Bajaj-এর বাইকের বিভিন্ন মডেল রয়েছে। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক মডেলের প্রসঙ্গ উপস্থাপিত করব।
মূলত, Bajaj Platina 100 হল একটি অত্যন্ত জনপ্রিয় মডেল। এই বাইকের দাম শুরু হয় 65,856 টাকা থেকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই বাইকে একটি 102 cc-র ইঞ্জিন উপলব্ধ থাকে। পাশাপাশি, এই বাইকটি আপনাকে 70kmpl-এর বেশি মাইলেজও প্রদান করে। এছাড়াও, বাইকটির ওজন হল ১১৭ কেজি। এদিকে, বাইকটিতে রয়েছে একটি 11-লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং ওই বাইকে আসনের উচ্চতা হল 807 মিমি। এমতাবস্থায়, আপনি যদি এই বাইকটি কেনার কথা ভাবেন সেক্ষেত্রে এটি মাত্র ২০ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসতে পারেন।
Bajaj Platina 100 EMI ক্যালকুলেটর: প্রথমেই জানিয়ে রাখি যে, Bajaj Platina বাইকটি তিনটি ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। সেগুলি হল, Platina 100, Platina 110 Drum, Platina 110 ABS। এগুলির দাম হল দাম যথাক্রমে 65,856 টাকা, 68,544 টাকা এবং 72,224 টাকা। এই দাম দিল্লির এক্স-শোরুম অনুযায়ী দেওয়া হয়েছে। তবে, বাইকগুলির অন-রোড দাম আরও বেশি। এদিকে, আপনি চাইলেই বাইকটি লোনের মাধ্যমেও কিনতে পারেন। এই প্ৰতিবেদনে আমরা বাইকটির EMI ইএমআই ক্যালকুলেটরের প্রসঙ্গে জানিয়ে দিচ্ছি।
20,000 টাকায় বাইকটি পেয়ে যান: মনে করুন, আপনি বাইকটির বেস ভেরিয়েন্টটি (Platina 100) নিতে চান। সেক্ষেত্রে অন রোড আপনার খরচ হবে 81,058 টাকা। এখন আমরা ধরে নিচ্ছি যে আপনি বাইকটির এই ভেরিয়েন্টটি লোনে কিনবেন। উল্লেখ্য যে, আপনি আপনার পছন্দ অনুযায়ী ডাউন পেমেন্ট বেশিও দিতে পারেন। মূলত, বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার আলাদা হয় এবং ঋণের মেয়াদও 1 থেকে 7 বছর পর্যন্ত বেছে নেওয়া যেতে পারে।
এবার, ধরা যাক 20,000 টাকার ডাউন পেমেন্ট সহ 10 শতাংশ সুদের হার এবং 3 বছরের ঋণের মেয়াদ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে, আপনাকে প্রতি মাসে 1,970 টাকার EMI দিতে হবে। এদিকে মোট ঋণের পরিমানের (61,058 টাকা) ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত 9,862 টাকা দিতে হবে।