ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য দপ্তরে, যে কোনো গ্রাজুয়েট করতে পারবেন আবেদন

job news: পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য দপ্তর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে৷ নিয়োগ হবে চুক্তিভিত্তিক। জেনে নিন বিশদে

jobs hiring help wanter

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক৷ যথেষ্ট দক্ষ হতে হবে কম্পিউটার ব্যাবহারের ক্ষেত্রেও। স্ট্যাস্টিক্যাল সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা থাকলে পাওয়া যাবে অগ্রাধিকার। বেতন মাসিক ১৮ হাজার টাকা।

ইন্টারভিউ এর দিন নিয়ে যেতে হবে আপনার C.V এবং আপনার প্রয়োজনীয় সমস্ত কাগজ পত্রের সেল্ফ অ্যাটাস্টেড জেরক্স। সাথে রাখতে হবে দু কপি পাসপোর্ট সাইজের ছবিও। জেরক্সড কপি গুলির আসল নথিও আপনার সাথে রাখতে হবে।

ইন্টারভিউ হবে ৬ জানুয়ারি ২০২০ তারিখে। সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হবে ইন্টারভিউ। ইন্টারভিউ এর ঠিকানা – WEST BENGAL UNIVERSITY OF ANIMAL AND FISHERY SCIENCES, Farmers hostel, Belgachia, kolkata 700037

 


সম্পর্কিত খবর