অর্থনীতিতে স্নাতক, তবু মেলেনি চাকরি! চায়ের দোকান খুলে ব্যবসায় নামলেন প্রিয়াঙ্কা

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক ছাত্র-ছাত্রীই ভালোভাবে পড়াশোনার সাথে সাথে উচ্চশিক্ষা সম্পন্নের মাধ্যমে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নকে সম্বল করেই দিনরাত পরিশ্রম করেন তাঁরা। তবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হলেও আদৌ কি সবাই চাকরি পান? বর্তমান সময়ে সমগ্র দেশজুড়েই যেন এই প্রশ্নই ওঠে আসছে যোগ্য প্রার্থীদের মুখে। কোথাও ঠিকঠাক পরীক্ষা না হওয়া আবার কোথাও দুর্নীতির অভিযোগে যেন আখেরে ক্ষতিই হচ্ছে পড়ুয়াদের।

এমতাবস্থায়, একটা সময়ে নিজের স্বপ্ন থেকেও বিচ্ছিন্ন হয়ে যান যুবক-যুবতীরা। অনেকে আবার হতোদ্যম হয়ে নিয়ে ফেলেন চরম সিদ্ধান্ত। যদিও, চাকরির সুযোগ না পেয়ে কিছুজন আবার তৈরি করে নেন সাফল্যের অন্য রাস্তা। আর যার মাধ্যমে প্রথাগতভাবে চাকরির পথে না হেঁটেই তাঁরা গড়ে ফেলেন এক অনবদ্য উত্তরণের কাহিনি। সমস্ত প্রতিবন্ধকতা এবং কঠিন পরিস্থিতিকে সামলে নিয়েই তাঁরা সকলের কাছে হয়ে ওঠেন এক অনুপ্রেরণাও।

ঠিক যেমন বিহারের মেয়ে প্রিয়াঙ্কা গুপ্তা বর্তমানে তৈরি করেছেন এক অনন্য নজির। যোগ্য প্রার্থী হয়েও চাকরি না পেয়ে সময় নষ্ট না করে ব্যবসার দিকে ঝুঁকেছেন তিনি। জানা গিয়েছে যে, প্রিয়াঙ্কা অর্থনীতিতে স্নাতক হয়েছেন। তারপর পরিশ্রম করলেও চাকরি পাননি তিনি। তখনই নতুন কিছু করার কথা মাথায় আসে তাঁর। আর সেই অনুযায়ী, পাটনার উইমেন্স কলেজের সামনে চায়ের স্টল খোলেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, মানুষকে অনুপ্রাণিত করতে তিনি তাঁর দোকানের ব্যানারে একটি দুর্দান্ত লাইনও লিখেছেন। তাতে লেখা রয়েছে, “মানুষ কী ভাববে, আমরাই যদি এটা ভাবি, তাহলে মানুষ সত্যিই কী ভাববে….”

পাশাপাশি, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন যে, আমি ২০১৯ সালে স্নাতক হয়েছি। কিন্তু গত ২ বছর যাবৎ কোনো চাকরি পাইনি। প্রফুল্ল বিল্লোরের (MBA Chaiwala) কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছি আমি। বর্তমানে অনেক চা-ওয়ালা থাকলেও চা-ওয়ালি থাকতে পারে না কেন?”

 

প্রসঙ্গত উল্লেখ্য, প্রিয়াঙ্কা তাঁর চায়ের স্টলের নাম রেখেছেন “Chaiwaali”। এদিকে, প্রিয়াঙ্কার এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। উচ্চশিক্ষিতা হয়েও চাকরির জন্য অপেক্ষা না করে তিনি যেভাবে সাহসের সাথে তাঁর এই কর্মকাণ্ড শুরু করেছেন তাতে তাঁকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি, “কোনো কাজই যে ছোট নয়”, এই আপ্তবাক্যকেই যেন ফের একবার প্রমাণ করে দিলেন প্রিয়াঙ্কা গুপ্তা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর