বড় খবর! এবার বাংলাদেশের ভোটে ৩০০ আসনে লড়বে তৃণমূল, বিরাট ধাক্কা বিরোধীদের

বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে সংগঠন বাড়িয়ে ওজন বাড়ছে তৃণমূলের (Trinamool)। বাংলাদেশের (Bangladesh) জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়বে তৃণমূল। এমনটাই জানালেন দলের চেয়ারপার্সন।

বাংলাদেশের দল তৃণমূল বিএনপি গঠন হওয়ার পর থেকেই অন্যান্য একাধিক দল থেকে গুরুত্বপূর্ণ নেতারা তৃণমূল বিএনপিতে (Trinamool BNP) যোগ দিচ্ছিলেন। গত সেপ্টেম্বর মাসে এই দলে যোগদান করেছিলেন শমসের মবিন চৌধুরী। যোগ দিয়েছিলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দেকার। বুধবার তৃণমূল-বিএনপিতে (Grassroots BNP) যোগ দিলেন দেশের বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্তা, সাংবাদিক এবং আইনজীবী।

   

বুধবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে যোগদান অনুষ্ঠানে দলের চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী (Shamsher M. Chowdhury) জানালেন, ‘আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল-বিএনপি। তিনি বলেন, দলের প্রতিটি সদস্য দলের নেতা। নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলের প্রতিটি সদস্যের কথা শুনব। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব। আজ বহু নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন অর্থাৎ বাংলার মানুষ এখন অন্য ধরনের রাজনীতি চায়। জাতীয় সংসদের নির্বাচন সামনে। আশা করি নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করে ভোটের একটি সুস্থ ক্ষেত্র তৈরি করবে। হত্যার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।’

sheikh hasina

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দেকার বলেন, ‘তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এটি হবে মানুষের দল। কোনও প্রাইভেট কোম্পানি নয়। বিএনপির অনেক নেতার নামে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হচ্ছে। পুলিশ যাকে পারছে তার বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তৃণমূল বিএনপি করার জন্য যেন কারওর বিরুদ্ধে মামলা দেওয়া না হয়।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর