গ্রেট ব্রিটেনের নোটে দেখা যেতে চলেছে এই বিখ্যাত বাঙালির ছবি

Published On:

বাংলা hunt ডেস্ক : সম্প্রতি ” ব‍্যাঙ্ক অফ ইংল‍্যান্ড ” এর তরফে জানানো হয়েছে তারা নতুন করে ছাপতে চলেছে ৫০ পাউন্ডের নোট।এবং সেই নোটে কার ছবি থাকবে তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেশের মানুষের উপর ছেড়েছে ব‍্যাঙ্ক কর্তৃপক্ষ।যদিও ইতিমধ্যে ব‍্যাঙ্ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কোনও পৃথিবী বিখ্যাত

বিজ্ঞানীর ছবি থাকবে এইবার।কার ছবি দেখতে চান এই মর্মে ইতিমধ্যে ব‍্যাঙ্কের ওয়েবসাইটে জমা পড়েছে নমিনেশন।এর মধ্যে রয়েছে জগদীশ চন্দ্র বসুর নাম।ভোটের শেষে এগিয়ে থাকা ছবি শেষে দেখা যাবে নোটে।তাহলে বিদেশের নোটে একজন ভারতীয় বিজ্ঞানীকে দেখতে চলেছি আমরা ?

উত্তর জানতে এখন নজর রাখতেই হচ্ছে ফলাফলের দিকে।

X