ফের টক্করে বিরাট-রোহিত! ধর্মশালায় একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের দুই তারকা।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং যে দুজনের উপর নির্ভর করে তারা হলেন অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মা। এই দুজন মাঠে থাকলে জয় যে অব্যাহত সেটা বলাই বাহুল্য। ভারতীয় দর্শকরা জানেন এই দুজনের ব্যাট কি করতে পারে। কিন্তু সম্প্রতি নানা মহলে শোনা যাচ্ছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের হার আর তারপর থেকেই অধিনায়ক বিরাট কোহলির এবং সহ-অধিনায়ক রোহিত শর্মার মধ্যে সম্পর্ক যেন ঠিক নেই। এমনকি এই ব্যাপারে সরাসরি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অধিনায়ক কোহলিকেও।

বিরাট কোহলি কে এই ব্যাপারে প্রশ্ন করা হলে বিরাট সরাসরি তাদের দ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন। এছাড়াও ভারতের হেড কোচ রবি শাস্ত্রী নিজেও এই ব্যাপারে মুখ খুলে বলেন যে কোনো রকম দ্বন্দ্ব নেই বিরাট এবং রোহিতের মধ্যে। তিনি বলেন যে যদি দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক এর মধ্যে কোন প্রকার দ্বন্দ্বের সৃষ্টি হতো তাহলে তার প্রভাব ভারতীয় ক্রিকেটে পড়তো। কিন্তু আমরা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে সাফল্য পাচ্ছে। এর থেকেই বোঝা যায় যে ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ের একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

737587 rohit sharma and virat kohli

আর এই সকল আলোচনার মধ্যেই রবিবার ভারতীয় দল ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে। আর এই ম্যাচে ভারতীয় দলের দুই তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছে রয়েছে বেশ কয়েকটি রেকর্ড করার সুযোগ। বর্তমানে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রোহিত শর্মা। রোহিত  2422 রান করেছেন 88 টি ইনিংস খেলে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ রান রয়েছে বিরাট কোহলির নামে উনি মাত্র 65 টি ইনিংস খেলে 2369 রান করে ফেলেছেন। অর্থাৎ এই ম্যাচে রোহিত শর্মার যেমন সুযোগ রয়েছে নিজের রানের সংখ্যা বাড়িয়ে নেওয়া, তেমনি অপর দিকে ওই ম্যাচে রোহিতকে সরিয়ে প্রথম স্থান অধিকার করার সুযোগ রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি হাতে।

এই ম্যাচে আরও একটি বড় রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই ম্যাচে যে ফিফটি করবে সেই হয়ে যাবে সব থেকে বেশি টি-টোয়েন্টি ফিফটির মানিক, অর্থাৎ এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের বিরাট কোহলি এবং রোহিত শর্মার দুজনেরই রয়েছে 21 কি করে হাফসেঞ্চুরি। এরফলে এই ম্যাচে যে ফিফটি করতে পারবে সেই হয়ে যাবে টি-টোয়েন্টিতে সবথেকে বেশি ফিফটির মালিক।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর