ফের ধামাকা, এই প্ল্যানগুলোয় ২০ শতাংশ ক্যাশবাক দিচ্ছে Jio

বাংলা হান্ট ডেস্ক: রিলায়েন্স Jio কিছু সময় অন্তর অন্তরই তার গ্রাহকদের জন্য একাধিক নতুন প্ল্যান এবং আকর্ষণীয় অফার নিয়ে আসে। গ্রাহকরাও প্রায় প্রতিটি প্ল্যানে বিশেষ কিছু সুবিধা পান, যে কারণে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে এই সংস্থার।

আপনিও যদি Jio গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনাকে জানিয়ে রাখি যে, এরই মধ্যে রিলায়েন্স Jio তার গ্রাহকদের জন্য আরেকটি বিশেষ অফার দিচ্ছে। ইতিমধ্যেই সংস্থা ২,৯৯৯ টাকার প্রিপেড রিচার্জে ২০% ক্যাশব্যাকের সাথে প্রতিদিন 2.5 GB ডেটা ব্যবহারেরও সুবিধা দিচ্ছে।

এই বাৎসরিক প্রিপেইড অফারটি আনলিমিটেড ফ্রি কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS এর সুবিধা দেয়। এছাড়াও JioMart-এ ছাড় পাওয়া যাবে ২০% ছাড়। JioMart Wallet-এ উপলব্ধ ২০% ক্যাশব্যাক আপনার আরও রিচার্জের পাশাপাশি JioMart এবং রিলায়েন্স স্টোরে করা কেনাকাটার জন্য ব্যবহার করা যেতে পারে।

পাশাপাশি, এই রিচার্জের সাথে, ব্যবহারকারীরা ৪ টি Jio অ্যাপের সাবস্ক্রিপশনও পাবেন, যার মধ্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud অন্তর্ভুক্ত রয়েছে।

WhatsApp Image 2022 01 08 at 7.13.13 PM 1

এছাড়াও, রিলায়েন্স Jio-র আরও কিছু প্ল্যান রয়েছে যা JioMart Maha Cashback অফারের অধীনে পাওয়া যায়। এরমধ্যে দ্বিতীয় বৃহত্তম অফার হল ৭১৯ টাকার প্ল্যান, যার বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানের আওতায় প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়।

একইভাবে, ৬৬৬ টাকার প্ল্যানে আপনি প্রতিদিন 1.5 GB ডেটা পাবেন। এর বৈধতা ৮৪ দিন এবং এতেও ২০ শতাংশ ক্যাশব্যাকের অফার পাওয়া যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর