মাধ্যমিক পাশেই RBI-তে চাকরির সুবর্ণ সুযোগ, মিলবে মোটা টাকার মাইনেও! এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই একাধিক শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজেই আবেদন করতে পারবেন এখানে। বর্তমান প্রতিবেদনে এই আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

জারি করা বিজ্ঞপ্তিটি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত অ্যাসিস্ট্যান্ট পদে সম্পন্ন হবে এই নিয়োগপ্রক্রিয়া। পাশাপাশি, এই পদে মোট ৯৫০ টি শূন্যপদ রয়েছে। “ফুল টাইম”-এর ভিত্তিতেই কাজের সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা।

রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার তরফে করা এই নিয়োগের ক্ষেত্রে বেতনের ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, এখানে Fresher-দের পাশাপাশি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও সুযোগ পাবেন। এছাড়াও, এখানে আবেদনের ক্ষেত্রে কোনো ফি বা Hidden Charge দিতে হবেনা প্রার্থীদের।

এখানে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা জানার জন্য অবশ্যই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে আবেদনকারীদের। এছাড়াও, আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স থাকতে হবে ২৮ বছরের মধ্যে। তবে, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিতরা।

download 13 1

আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। www.rbi.org.in-এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে, আবেদনের আগে অবশ্যই আবেদনপত্রটি ভালোভাবে পড়ে নিতে হবে প্রার্থীদের।

তারপরে ধাপে ধাপে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড নিতে হবে আবেদনকারীদের। শেষে নাম, জন্মতারিখ, ই-মেল, মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার নির্ভুল তথ্য দিতে হবে। আবেদনের পরে প্রিন্ট বের করে নিয়ে তা নিজের কাছে রাখবেন প্রার্থীরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর