বিশিষ্ট সাংবাদিক দিপক গুরুং এর প্রয়াণদিবসে সাংবাদিক ও এলাকার মানুষদের নিয়ে মহকুমা হাসপাতালের ব্লাডব্যাংকে রক্তদান শিবির

 

আমাদের সবার প্রিয় সাংবাদিক দীপক গুরুং এর আজ প্রয়াণ দিবস। প্রতি বছরের মত এবারেও তাঁর স্মৃতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হল বিধাননগর হাসপাতাল ব্লাড ব্যাংকে।
রক্তদান শিবিরে উপস্থিত সকলে ব্যাথাতুর চিত্তে তার অকাল প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে সকলেই।দুর্গাপুরের বিশিষ্ট সাংবাদিক বন্ধু চিত্তরঞ্জন দাস,সনাতন গরাই,সুদীপ বন্দোপাধ্যায়, বাপ্পা গরাই,শিব শংকর মিত্র,অর্পণ চক্রবর্তী বুধবার মহকুমা হাসপাতালের ব্লাডব্যাংকে রক্তদান করেছেন।

 

দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর বিশিষ্ট সংগঠক শর্মিলা ঘোষ,নয়ন রঞ্জন ঘোষ এবং বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট অমল চক্রবর্তী রক্তদান করেছেন।দুর্গাপুরের বিশিষ্ট সাংবাদিক কাঞ্চন সিদ্দিকী এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সম্পাদক কবি ঘোষ সমস্ত রক্তদানকারীদের শুভেচ্ছা জানিয়েছেন।

IMG 20190731 WA0055 3

মানুষ এখন জেগে উঠেছে।এইভাবে মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে ২০২০মধ্যে ব্লাডব্যাংক গুলিতে ১০০%রক্তে পরিপূর্ণ হয়ে যাবে এবং রক্তের অভাবে আর কারোর জীবন হানি হবে না।


সম্পর্কিত খবর