টোল প্লাজার কর্মীদের সঙ্গে গ্রেট খালির চরম ঝামেলা! পরিচয়পত্র চাইতেই মারলেন থাপ্পড়, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের খবরের শিরোনামে উঠে এলেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট চ্যাম্পিয়ন দ্য গ্রেট খালি (The Great Khali) ওরফে দলিপ সিং রানা। শুধু তাই নয়, সম্প্রতি তাঁর এক কার্যকলাপের ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। আর তারপরেই তিনি কার্যত উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, টোল প্লাজার কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন খালি। এমনকি, সেখানকার এক কর্মীকে তিনি থাপ্পড় বসিয়ে দেন বলেও অভিযোগ উঠেছে।

টোল প্লাজার কর্মীদের সঙ্গে সংঘর্ষ: সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে, জলন্ধর থেকে কর্নালের উদ্দেশ্যে যাওয়ার পথে ফিলোরের কাছে লাডোভাল টোল প্লাজায় কর্মচারীদের সঙ্গে খালির উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যদিও, খালি জানিয়েছেন যে, সংশ্লিষ্ট কর্মচারীরা জোর করে গাড়িতে প্রবেশ করে ছবি তুলতে চেয়েছিল। পাশাপাশি তাঁকে ব্ল্যাকমেলও করা হয় বলে জানান। এমতাবস্থায়, তিনি তা অস্বীকার করলে প্লাজার কর্মীরা ক্ষিপ্ত হয়ে মারামারি শুরু করেন।

   

অপরদিকে, টোল প্লাজার কর্মচারীরা দাবি করেছেন যে, তাঁরা খালির কাছে আইডি কার্ড চেয়েছিলেন। আর তার পরিপ্রেক্ষিতেই খালি এক কর্মীকে চড় মারেন। যদিও, খালি এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন।

কর্মচারীকে চড় মারার অভিযোগ: এদিকে, ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। যেখানে দেখা গিয়েছে যে, টোল প্লাজার কর্মীরা খালির গাড়ির চারপাশে দাঁড়িয়ে তাঁর পরিচয়পত্র দেখতে চেয়েছিলেন। তখনই খালি একজনকে চড় মারেন। পাশাপাশি, একটা সময়ে খালি তাঁর গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং কর্মচারীদের বাধা সরিয়ে তাঁর গাড়িটি সরাতে শুরু করেন।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়: এদিকে, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে, একটা সময়ে, ওই টোল কর্মীরা পুলিশকে ডাকেন। পাশাপাশি, টোল কর্মীরা দাবি করেছেন যে, খালি একজন কর্মীকে চড় মেরেছেন এবং ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এমতাবস্থায়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে। এরপর খালি ওই টোল প্লাজা থেকে চলে যান।

উল্লেখ্য যে, দ্য গ্রেট খালি, বিখ্যাত কুস্তি প্রতিযোগিতা WWE-এর চ্যাম্পিয়ন ছিলেন। এখন জলন্ধরে তিনি তাঁর কন্টিনেন্টাল রেসলিং একাডেমি (CWE) চালাচ্ছেন। যেখানে তিনি নতুন কুস্তিগীরদের প্রস্তুত করছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর