বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার সরকারের তরফে উপস্থাপিত করা হয়েছে বাজেট। যেটি এখন রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে, বাজেট পেশ করার ২৪ ঘণ্টার মধ্যেই সামনে এসেছে বড় সুখবর। মূলত, দেশের (India) প্রাইভেট সেক্টরের ইকোনমির প্রসঙ্গেই প্রকাশ্যে এসেছে বড় আপডেট। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জুলাই মাসে সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিরাট উত্থান দেখা দিয়েছে।
দেশের (India) প্রাইভেট সেক্টরের প্রসঙ্গে এল বড় সুখবর:
এইচএসবিসি ফ্ল্যাশ ইন্ডিয়া কম্পোজিট আউটপুট ইনডেক্স অনুযায়ী, দেশে (India) নতুন ব্যবসা এবং আউটপুট বৃদ্ধি পেয়েছে। বুধবার এসএন্ডপি গ্লোবালের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সূচকটিতে তিন মাসের মধ্যে সবথেকে সেরা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। গত জুন মাসে এই পরিসংখ্যান ৬০.৯ থাকলেও জুলাই মাসে তা ৬১.৪-এ পৌঁছে গিয়েছে।
কিভাবে বাড়ল এই পরিসংখ্যান: উল্লেখ্য যে, এই সূচকে, ভারতের (India) মানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে আউটপুট মাসভিত্তিক মূল্যায়ন করা হয়। তথ্য অনুসারে, এইচএসবিসি ফ্ল্যাশ ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পিএমআই জুলাই মাসে দাঁড়িয়েছে ৫৮.৫-এ। যা গত তিন মাসের সর্বোচ্চ। জুন মাসে এই পরিসংখ্যান ছিল ৫৮.৩-এ। অর্থাৎ, সামগ্রিকভাবে এই সেক্টরে যথেষ্ট উন্নতি ঘটেছে। মূলত, বাজারের ইতিবাচক পরিস্থিতি এবং নতুন ব্যবসা বৃদ্ধির কারণে প্রাইভেট সেক্টরে উত্থান ঘটেছে। এর পাশাপাশি, উন্নত প্রযুক্তি এবং ইভেন্টের সংখ্যা বৃদ্ধিও এতে অনেক সাহায্য করেছে।
আরও পড়ুন: বিরাট কারনামা করে দেখাল NASA-র রোভার! মঙ্গল গ্রহে মিলল “গুপ্তধন”, চমকে গেলেন বিজ্ঞানীরাও
মিলছে নতুন অর্ডার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জুলাই মাসে দেশের (India) প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলি নতুন অর্ডার পেয়েছে। ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টরেও আউটপুট বৃদ্ধি পেয়েছে। সার্ভিস সেক্টরের অর্থনীতির ক্ষেত্রেও বিরাট বৃদ্ধি ঘটেছে। এমতাবস্থায়, ভারতে প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলিতে ক্যাপাসিটি প্রেশার দেখা গিয়েছে। যার কারণে কোম্পানিগুলি অতিরিক্ত নিয়োগ করছে।
আরও পড়ুন: গৌতম মোটেও নন “গম্ভীর”, প্র্যাকটিস সেশনে মন জিতলেন নতুন কোচ, দলের এই খেলোয়াড়দের খুলবে ভাগ্য
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সার্ভিস সেক্টরের তুলনায় দেশের (India) ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মসংস্থান বেড়েছে। এমতাবস্থায়, ভালো ডিমান্ড ট্রেন্ড অর্থাৎ চাহিদার প্রবণতার পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলি জুলাই মাসে তাদের বিক্রয়মূল্য বাড়িয়েছে। এছাড়াও, আউটপুট চার্জও বেড়েছে।