পেনশন প্রাপকদের জন্য বড় খবর! ভারত সরকার নিলো নয়া পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্কঃ  পেনশন প্রাপকের জন্য নতুন ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । পেনশন চালু রাখার জন্য প্রতি বছর পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট যাতে যথা সময়ে জমা করে দেওয়া হয় পেনশনভোক্তারা, তা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র ।

269135

সম্প্রতি পেনশন প্রাপকদের নির্দিষ্ট সময়ে  এসএমএস বা ই-মেলের মাধ্যমে  লাইফ সার্টিফিকেট জমা করার কথা মনে করিয়ে দেওয়া হয় । সেই কাজটি ব্যঙ্কগুলোকে মনে করা তে হবে । প্রতি  বছর ১,১৫, ও ২৫ নভেম্বর তা পাঠাতে হবে । সার্টিফিকেট জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে ।

যাঁরা এসএমএস বা ই-মেল পাওয়া সত্ত্বেও লাইফ সার্টিফিকেট জমা করবেন না তাঁদের কাছে জানতে হবে ব্যাঙ্কগুলিকে, যে তারা ঘরে বসে লাইফ সার্টিফিকেট জমা করতে চান কিনা এসএমএস বা ই-মেলেরযদি তা চান, তবে ব্যাঙ্কের কর্মীকে গিয়ে ওই পবেনশন ভোক্তার বাড়ি থেকে লাইফ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ।  এর জন্য অবশ্য ব্যঙ্ককে ফি দিতে হবে, তবে তা ৬০ টাকার বেশি কখনই নয় ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কত জন গ্রাহক লাইফ সার্টিফিকেট জমা দেননি, তার সংখ্যা সংশ্লিষ্ট ব্যাঙ্কের কেন্দ্রীয় পেনশন প্রক্রিয়াকরণ সেলকে রিপোর্ট করতে হবে । আর কত জন সশরীরে গিয়ে ব্যাঙ্কে লাইফ সার্টিফিকেট জমা করেছেন এবং কত জন ডিজিটাল মিডিয়ায় জমা করেছেন, তারও রিপোর্ট জমা করতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে ।

তবে যাঁরা ব্যাঙ্কে গিয়ে লাইই সার্টিফিকেট দেওয়ার অবস্থায় নেই, তাঁদের জন্য সত্যিই ভালো সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ।


সম্পর্কিত খবর