কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর! ২১ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের তরফে আবারও সুখবর!  দেশ বর্তমানে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কেন্দ্র তার মধ্যেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন বছরে সুখবর নিয়ে আসছে। খুব শীঘ্রই বেতন বৃদ্ধির সম্ভবনা সরকারি কর্মীদের । সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বাজেটের পরই প্রায় ২১ হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে বেতন।

874695 da rep 1

২০২০ সালের ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে । সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে প্রায় ১.১ কোটি টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৪ শতাংশ বাড়াতে চলেছে ।অর্থাত্, ১৭ শতাংশ থেকে ২২ শতাংশ ডিএ বৃদ্ধ পাবে বলে জানা যাচ্ছে ।

মূলত, বছরে দু-বার ডিএ বৃদ্ধি করা হয়।  তবে এ বছর এখনও পর্যন্ত তা ঘোষণা করা হয়নি । তাই বিশেষজ্ঞ মহল মনে করছে, বাজেট পেশের পর মার্চ মাসেই ডিএ ঘোষণা করবে কেন্দ্র ।

central 12

কেন্দ্রীয় সরকারের লেভেল ওয়ান কর্মচারীদের বেতন ১৮০০০ টাকা এবং ক্যাবিনেট সেক্রেটারি লেভেলের কর্মচারীদের বেতন ২.৫ লক্ষ টাকা ডিএ ৪ শতাংশ বৃদ্ধির অর্থ নূন্যতম বেতন বাড়বে ৭২০ টাকা থেকে ১০ হাজার টাকা । বিশেষত, রেল কর্মচারীদের জন্য দারুণ বিষয়! ৫ হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে।

প্রসঙ্গত রবিবারই এক বৈঠকে নীতিন গডকড়ি ঘোষণা করেছেন ২০২৫ সালের মধ্যে দেশে ১৬ কোটি কর্মসংস্থান হতে চলেছে।  দেশের আর্থিক সঙ্কটেও কেন্দ্রের এমন নীতি কী তবে সিএএ-এনআরসি থেকে দেশবাসীর মন ঘোরাতে! কেন্দ্রের এমন উদারতাও এমনটাই ভাবতে পারে বিরোধী দলগুলি, মনে করছে ওয়াকিবহাল মহল ।


সম্পর্কিত খবর