সুখবর! মাধ্যমিক পাশেই পশ্চিমবঙ্গে গ্রুপ সি পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন ৬৩ হাজার টাকা

বাংলা হান্ট ডেস্ক: বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! পশ্চিমবঙ্গে ফের নতুন করে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতকের মধ্যে যে কোনো যোগ্যতা থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আপাতত মোট ছয়টি ক্ষেত্রে শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত প্রার্থীরা রাজ্য সরকারের গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক তারা বিস্তারিত তথ্য এই প্রতিবেদন মারফত জানতে পারবেন।

১. Office Assistant -Grade III:
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এর পাশাপাশি প্রার্থীর কম্পিউটার প্রশিক্ষণও থাকতে হবে। এছাড়াও প্রার্থীর ইংরেজি কিংবা হিন্দি যে কোনো একটি বিষয়ে টাইপিং স্পিড ভালো হতে হবে। এই পদের মাসিক বেতন হবে ১৯৯০০ – ৬৩২০০ টাকা।

২. Education Assistant -A

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে সায়েন্স বিভাগে স্নাতক হতে হবে। এছাড়াও প্রার্থীর ইংরেজিতে কথা বলার দক্ষতা বা জ্ঞান থাকতে হবে। এই পদের মাসিক বেতন হবে ২৯৯০০-৯২৩০০ টাকা।

৩. Exhibition Assistant -A
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে Visual Arts/Fine Arts/Commercial Arts বিষয়ে স্নাতক হতে হবে। এই পদের মাসিক বেতন হবে ২৯২০০-৯২৩০০ টাকা।

৪.Technician ‘A’ (Fitting)
৫.Technician ‘A’ (Carpentry)
৬.Technician ‘A’ (Electrical)
 উপরে উল্লিখিত ৪,৫ ও ৬ নম্বর পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ ও আইটিআই পাশ করতে হবে। এছাড়াও ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা। এই পদগুলির মাসিক বেতন হবে ১৯৯০০-৬৩২০০ টাকা।

এই সমস্ত ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। https://bitm.gov.in/recruitment/ এই লিঙ্কে গিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।

IMG 20220105 180428

পাশাপাশি, আবেদন ফি বাবদ মোট ২০০ টাকা ধার্য করা হয়েছে। তবে মহিলা, PwD, Ex- Serviceman দের জন্য কোনো আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি অনলাইনের মাধ্যমে ক্রেডিট/ ডেবিট কার্ড অথবা UPI-র দ্বারা জমা করতে হবে।

আবেদন করার সময় অবশ্যই সমস্ত ডকুমেন্টসের উপর নিজের সই করে স্ক্যান করতে হবে। পাশাপাশি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও সাদা কাগজে নিজের সই করতে হবে। সবশেষে অনলাইন পেমেন্টের রসিদটি সাথে রাখতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর