সুখবর! চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির বড় সুযোগ, জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় সুখবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ, চাকরিপ্রার্থীদের কাছে নিঃসন্দেহে এটি একটি বড় সুযোগ। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

মোট শূন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে আপাতত শূন্যপদের সংখ্যা হল ৪৮৭ টি। মূলত গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া: গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় মোট ৬০ টি প্রশ্ন থাকবে। যার প্রতিটির জন্য বরাদ্দ নম্বর হল ৪ নম্বর। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ৬০ মিনিট। এমসিকিউ প্রশ্নের এই পরীক্ষা ইংরেজি ও হিন্দিতে নেওয়া হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, এক্ষেত্রে ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে ১ নম্বর করে।

job 8

কবে হবে পরীক্ষা: জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই পরীক্ষা পণ্য হতে পারে।

আরও পড়ুন: মরিয়া লড়াই ব্যর্থ দক্ষিণ আফ্রিকার, হেডের দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া

আবেদন প্রক্রিয়া: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা DGHS-এর ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। প্রথমে রেজিস্ট্রেশনের করে কোন পদের জন্য আবেদন করতে চান সেই বিষয়টি এবং নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য প্রদানের পর প্রার্থীকে ছবি এবং সই সহ প্রয়োজনীয় শংসাপত্র স্ক্যান করে পাঠাতে হবে।

আরও পড়ুন: সর্বোচ্চ কত টাকা জমা করতে পারবেন ফিক্সড ডিপোজিটে? বিনিয়োগের আগে জেনে নিন নিয়ম

আবেদন ফি: জানিয়ে রাখি যে, এক্ষেত্রে অনলাইনে ৬০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। পাশাপাশি, তপশিলি জাতীয় উপজাতি সদস্য এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ: আগামী, ৩০ নভেম্বর, ২০২৩-এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর