কৃষকদের জন্য দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের, প্রতিমাসে ব্যাংকে ঢুকবে ৩ হাজার টাকা

বাংলাহান্ট ডেস্ক : কৃষকদের সাহায্যার্থে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকল্প লঞ্চ করে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan) এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম বিখ্যাত। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর ছয় হাজার টাকা আর্থিক সাহায্য করে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan) শুরু হওয়ার পর এখনো পর্যন্ত কৃষকরা সরকারের তরফ থেকে ১৩ টি কিস্তিতে টাকা পেয়েছেন। জানা যাচ্ছে খুব শীঘ্রই ১৪ তম কিস্তি দেওয়া হবে কৃষকদের। তবে এরই মধ্যে কৃষকদের জন্য আরও একটি সুখবর শোনা যাচ্ছে। সেই খবর অনুযায়ী কৃষকরা এবার থেকে প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা করে।

কেন্দ্রের এই ঘোষণার ফলে উপকৃত হবেন ভারতের কোটি কোটি কৃষক। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার (PM Kisan Mandhan Yojana) আওতায় সরকার আর্থিক সাহায্য করবে কৃষকদের। সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এই যোজনার টাকা। যে সকল কৃষক এই যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করতে চান তাদের একটি বিশেষ ফরম ফিলাপ করতে হবে।

এই প্রকল্পের জন্য প্রিমিয়াম কেটে নেওয়া হবে কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা থেকে। মূলত পেনশন হিসেবে এই যোজনার টাকা দেওয়া হয় কৃষকদের। এই প্রকল্পে যে সকল কৃষকদের নাম আছে তাদের প্রতিমাসে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে হয়। এরপর কৃষকের বয়স ৬০ বছর ছুঁলে প্রতিমাসে তারা তিন হাজার টাকা করে পেনশন পাবেন।

diesel subsidy scheme for farmers

১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকেরা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। বয়সের উপর ভিত্তি করে প্রিমিয়াম ক্যালকুলেট করা হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যে সকল কৃষকদের নাম নেই তারাও এই যোজনাতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এরফলে যে বহু কৃষক উপকৃত হবেন একথা বলাই বাহুল্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর