মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির ট্রাস্ট ঘোষণা করেছে যে সে মহারাষ্ট্রের শহীদের ছেলে মেয়েদের পড়াশোনার পুরো দায়িত্ব নেবে। ট্রাস্ট বলেছে বাচ্চাদের LKG ক্লাস থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন অব্দি পুরো খরচা এবার ওনাদের দ্বারা ওঠানো হবে। সিদ্ধিবিনায়ক ট্রাস্টের ট্রাস্টি আদেশ বানদেকর জী মিডিয়াকে বলেন ” আজ ট্রাস্টিদের একটি বৈঠক হয়েছিল যাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহারাষ্ট্র থেকে সেনার যে জোয়ানরা শহীদ হয়েছে তাদের বাচ্চার পুরো শিক্ষার খরচা ট্রাস্টের পক্ষ দিয়ে ওঠানো হবে।
উনি বললেন, এক দিক দিয়ে এই শহীদের বাচ্চাদের উপর গণপতি বাবার আশীর্বাদ থাকবে। বিশেষ কথা হলো বাচ্চারা নিজের পছন্দের অনুযায়ী স্কুল বা সংস্থানে পড়ার জন্য স্বাধীন থাকবেন। এই বিষয় ট্রাস্টের পক্ষ দিয়ে একটি প্রস্তাব মহারাষ্ট্র সরকারকে দেওয়া হয়। আপাতত এখন সরকারের অনুমতির অপেক্ষা করা হচ্ছে।
এই উপলক্ষে সিদ্ধিবিনায়ক ট্রাস্টের পক্ষ থেকে পুনের কুইন্স মেরী সংস্থাকে ২৫ লাখ টাকার চেক ও দেওয়া হয়েছে। এই সংস্থাটি শহীদদের পরিজনদের ভালোর জন্য কাজ করে। মুম্বাইয়ের এর প্রসিদ্ধ সিদ্ধিবিনায়ক মন্দিরের দর্শনের জন্য রোজ হাজার হাজার লোক আসে। এর মধ্যে অনেক সেলিব্রিটিও উপস্থিত থাকে। এদের থেকে মন্দিরটি বছরে প্রায় কোটি টাকার নৈবেদ্য পায়। এর মধ্যে একটি বড় অংশের ব্যবহার সামাজিক কার্যের জন্য করা হয়।