অসুস্থ সুষমা স্বরাজের সেবা করেছিলেন শিখা রায়, গ্রেটার কেলাশ থেকে পেলেন বিজেপির টিকিট

দিল্লীর (Delhi) গ্রেটর কৈলাশ থেকে বিধানসভা ভোটে বিজেপির হয়ে লড়তে চলেছেন শিখা রায়। ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের স্বামী স্বারাজ কৌশল তাঁর সমর্থন করেছেন। স্বরাজ কৌশল টুইটের মাধ্যমে লেখেন যে সুষমা স্বরাজের শেষের দিন গুলি তে শিখা তাঁর পাশে ছিলেন, অনেক দেখাশুনা ও করেছেন তাঁর। এছাড়াও শিখা ২০১১ সালে জম্মু এবং কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গণতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলন করেছিলেন। স্বারাজ কৌশল মানুষের কাছে শিখা কে ভোট দেওয়ার জন্য আবেদন ও করেছেন।

বেশ কিছুদিন আগে স্বরাজ কৌশল শিখার একটি ভিডিও ও শেয়ার করেছিলেন। ভিডিও টি সেই সময়ের যখন বিজেপি তাকে গ্রেটর কৈলাশের বিধানসভায় লড়াই এর জন্য বেঁছে নিয়েছিল। শিখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , বিজেপি অধ্যক্ষ জেপি নড্ডা , কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির অধ্যক্ষ মনোজ তিওয়ারী কে ধন্যবাদ জানিয়েছিলেন। শিখা এটিকে একটি দায়িত্ব হিসেবে গ্রহন করেন এবং বলেন যে তিনি কেবল নিজের এলাকার মানুষের সাথে মিলে পদ জিতবেন তা নয়, নিজের এলাকার সমস্ত দাবি তুলে ও ধরবেন সরকারের কাছে।

শিখা মনে করেন যে কেন্দ্র, দিল্লী এবং এম.সী.ডী এই তিনটি বিজেপির অধীনে থাকলে উন্নয়ন আরও তাড়াতাড়ি হবে। স্বরাজ কৌশল বলেছেন যে শ্রীনগরে পতাকা উত্তোলনের পর শিখাকে পুলিশ অনেক হেনস্তা ও করেছিল। তিনি আরও বলেছে যে সুষমা স্বরাজ ২৫ বছর তাকে নিজের দিক গুলি সম্পর্কে ধারনা দিয়েছেন। সুষমা যখন অসুস্থ ছিলেন তখন শিখা তাঁর পাশে ছিলেন এবং অনেক সাহায্য করেছেন যা কেবল একটি মায়ের জন্য নিজের মেয়ে করতে পারে। এছাড়াও শিখা রায় নিজেও বলেছেন , যে উনি যে রাজনীতিতে আছেন , এবং যেটুকু জানেন তা সবই সুষমা স্বরাজের থেকে শেখা।

https://twitter.com/governorswaraj/status/1225128611780255744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1225128611780255744&ref_url=https%3A%2F%2Fhindi.opindia.com%2Fpolitics%2Fdelhi-greater-kailash-vidhan-sabha-election-shikha-rai-bjp-vs-saurabh-bhardwaj-aap%2F

 

 


সম্পর্কিত খবর